গীতিকবি মহসীন মেহেদীর ‘বুনো জীবনের কাব্য’ শিরোনামে কবিতার বই প্রকাশ

Spread the love

বাঙালিনিউজ বিনোদন ডেস্ক

একুশে গ্রন্থমেলার কালই শেষ দিন। আর এই শেষ সময়ের ঠিক আগেই নিজের কবিতার বই প্রকাশ করলেন গীতিকবি মহসীন মেহেদী। প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম ‘বুনো জীবনের কাব্য’।

স্বামীর এমন নতুন যাত্রায় বেশ উচ্ছ্বসিত দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। আজব প্রকাশ থেকে প্রকাশ পাওয়া এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনের দিনও তাই প্রকাশনাস্থলে দেখা মিললো জনপ্রিয় এ গায়িকার।

এসময় তিনি বলেন, এ এক অন্যরকম ভালো লাগা। কারণ যে কারও প্রথম কোনো বিষয়ই ভালো লাগার। সেদিক থেকে আমার জীবনসঙ্গী মহসীন মেহেদীর প্রথম কাব্যগ্রন্থ এটি।

ন্যান্‌সি বলেন, এই প্রথম আমাকে উৎসর্গ করে বই লিখলো কেউ, তাও আমার স্বামী। খুব ভালো লাগছে বললেও খুব সীমিত হয়ে যায়। আমার মনে হয় উনি ভালো লিখেন। স্বামী বলে হয়তো বেশি মনে হয় আমার কাছে। কিন্তু আমার কাছে লিখতে পারাটাই অনেক বড় কিছু। মহসীন মেহেদী বলেন, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমার স্ত্রী ন্যান্‌সির উৎসাহটা বেশি ছিল এক্ষেত্রে। আমার বন্ধু অতনু তিয়াসও আমাকে খুব সাহায্য করেছে। বই প্রকাশ আসলে দারুণ অনিন্দ্য অনুভূতি।

সূত্র: মানবজমিন