বঙ্গবন্ধু

Spread the love

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন স্মরণে

– দ্যুতিময় বুলবুল

বাঙালি জাতির জনক তুমি

বঙ্গবন্ধু তোমার উপাধি,

এই জাতিরাষ্ট্রের স্রষ্টা তুমি

বাংলার জন্ম-মৃত্যু অবধি।

 

পরাধীন বাঙালিকে তুমি

দিয়েছো স্বাধীনতার স্বাদ,

লড়েছো তুমি ২৪ বছর

মিটিয়েছো বাংলার মুক্তির সাধ।

 

শত্রুর সঙ্গে আপস করো নি

নীতিতে যে ছিলে অবিচল,

আদর্শ ছিল জাতির কল্যাণ

হও নি কখনো ব্যর্থ-বিফল।

 

জেল-জুলুম খুব সয়েছো তুমি

শত্রুকে করেছো বজ্রাঘাত,

মাথা নত করো নি বন্ধু

করো নি কখনো অশ্রুপাত।

 

ফাঁসির মঞ্চে গেয়েছো তুমি

বাংলা মায়ের মুক্তির জয়গান,

বাঙালিকে দিয়েছো তুমি

মুক্ত-স্বাধীন জীবনের সন্ধান।

 

লড়েছিলে এই বঙ্গে তুমি

স্বাধীনতা ছিল মূল লক্ষ্য,

মুক্তি যে ছিল স্বপ্ন তোমার

বাংলা-বাঙালি ছিল বক্ষ।

 

শোষিতের মূল প্রেরণা তুমি

শাসক-শোষকের বড় দুশমন,

দুঃখী মানুষের বন্ধু তুমি

মেহনতি জনতার স্বজন।

 

বাংলার পথের দিশারী তুমি

আঁধারের যাত্রীর ধ্রুবতারা,

চিরদিন পথ দেখাবে তুমি

বাঙালি যখন পথহারা।

 

বাংলার আত্মপরিচয় তুমি

প্রেম তোমার বিশ্ব মানবতার,

বজ্রকণ্ঠ প্রাণের পতাকা

স্বাধীনতাপ্রিয় জনতার।

 

সর্বকালের সেরা বাঙালি

শেখ মুজিব-সন্দেহ নেই কারো,

জীবন দিয়ে প্রমাণ করেছো

কতোটা ভালোবাসতে পারো।

 

মৃত্যুকে জয় করেছো তুমি

হে বাঙালির মৃত্যুঞ্জয়ী বীর,

তোমার সমাধি সারা বাংলা

মহামিলন তীর্থ, শান্তির নীড়।

 

বাংলার আকাশ বাতাসে তুমি

প্রকৃতির সবুজে একাকার,

চিরদিনের বাঙালি তুমি

স্মরণ করবে এ জাতি বার বার।

 

বাঙালির প্রাণের মানুষ তুমি

বিদ্রোহী বাংলার চির সম্মান,

এই বিশ্ব সভায় অমর নেতা

তুমি, শেখ মুজিবুর রহমান।

 

দ্যুতিময় বুলবুল: লেখক, সাংবাদিক, গবেষক।