আট কোটি ৪০ লাখ টাকার হেরোইন খামারবাড়ির বালুর স্তূপে!

Spread the love

বাঙালিনিউজ অনলাইনডেস্ক
গতকাল ২৭ জানুয়ারি রোজ শনিবার রাতে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি খামারবাড়ির বালুর স্তুপ থেকে পুলিশ আট কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে। পুলিশ জানায়, জব্দ করা হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৮ কোটি ৪০ লাখ টাকা। তবে এই ঘটনার সঙ্গে জড়িত খামারবাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা সম্ভব হয়নি। অবশ্য এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
জানা গেছে, গোদাগাড়ী থানা-পুলিশ গতকাল রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার একটি খামারবাড়িতে অভিযান চালিয়ে আট কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করে। ওই সব হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৮ কোটি ৪০ লাখ টাকা।
মাদক জব্দের ঘটনায় খামারবাড়ির মালিক মাদারপুর মহল্লার ফরিদুল ইসলাম (২৭) ও বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ী গ্রামের সোহেল রানার (৩০) বিরুদ্ধে মামলা করা হয়েছে।
হেরোইনের চালান জব্দের পর আজ ২৮ জানুয়ারি রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান চালিয়ে আট কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। ওই খামারবাড়ির মালিক ও কেয়ারটেকার পালিয়ে গেছেন।
সাইফুর রহমান বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম ভারত থেকে হেরোইন এনে, দেশের বিভিন্ন জায়গায় পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তূপের মধ্যে মজুত করে রেখেছিলেন। ওই খামারবাড়িতে অভিযান চালানোর সময় ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে তারা। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই ও গোদাগাড়ী মডেল থানার ওসি আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ওসি আবদুল মতিন বলেন, বাড়িটি মূলত ছাগল, গাড়ল, খরগোশের খামার। গরুর জন্য শেড থাকলেও সেখানে গরু নেই। খামারবাড়ির ভেতরে উঠানের মধ্যে বালুর স্তূপে বেশ কয়েকটি পলিব্যাগে ওই সব হেরোইন ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। খামারবাড়ির মালিক ও কেয়ারটেকারকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।