বাঙালিনিউজ অনলাইনডেস্ক
আজ ২৬ জানুয়ারি ২০২৪ রোজ শুক্রবার, অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২৪। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ভোর পাঁচটায় শেখ হাসিনা সরণিতে অবস্থিত বা নৌ জা শেখ মুজিব ঘাঁটি থেকে ম্যারাথন শুরু হয়ে কাঞ্চন সেতু হয়ে আবার শেখ হাসিনা সরণিতে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ম্যারাথন আয়োজক কমিটির প্রধান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার–উজ–জামান ও সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান।
এ ছাড়া এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অ্যাথলেটিকস ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে অনেকেই উপস্থিত ছিলেন।
ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে শিরোপা জিতেছেন কেনিয়ার যোজেফ কিয়েংগো মুনিয়াকি। নারী বিভাগে এই ক্যাটাগরিতে শিরোপা জেতেন ইথিওপিয়ার লেনসা দেবেলে জালেটা।
ঢাকা ম্যারাথনে অন্য দুটি ক্যাটাগরি ছিল সাফ ও বাংলাদেশি দৌড়বিদদের নিয়ে। সাফে শিরোপা জিতেছেন ভারতের অনিশ থাপা মাগার। সাফে নারীদের বিভাগে শিরোপা জিতেছেন নেপালের সন্তোষী শ্রেষ্ঠা। বাংলাদেশি দৌড়বিদদের প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন মোহাম্মদ আল আমিন। নারীদের মধ্যে পাপিয়া খাতুন। সূত্র: প্রথম আলো।