বাঙালিনিউজ প্রতিবেদক
গত বছর ২০২৩ সালে সারাদেশে সড়ক, নৌ ও রেল পথে ৬ হাজার ৯১১টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫২৪ জন। আহত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত দুর্ঘটনা সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
আজ ২৭ জানুয়ারি ২০২৪ রোজ শনিবার, প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বছর সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯৭৪ জন নারী ও এক হাজার ১২৮ জন শিশু রয়েছে।
গত বছর সড়কে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটেছে মোট ২ হাজার ৫৩২টি এবং এতে নিহত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। যা সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ৩৮.১২ ভাগ। গত বছর মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৩৬.৬৩ ভাগ।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৪৫২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২.২৫ ভাগ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪২ জন, অর্থাৎ ১৪.৪৩ ভাগ।
এছাড়া গত বছর ২০২৩ সালে ১০৭টি নৌ-দুর্ঘটনায় ১৪৮ জন নিহত, ৭২ জন আহত এবং ৪৬ জন নিখোঁজ হয়েছেন। ২৮৭টি রেলপথ দুর্ঘটনায় ৩১৮ জন নিহত এবং ২৯৬ জন আহত হয়েছেন।