বাঙালিনিউজ অনলাইনডেস্ক
বর্তমান সময়ে মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। হয়তো সারাক্ষণ ছবি, রিলস শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। তবে ফেসবুকের মতো অনেক ফিচারই এ প্ল্যাটফর্মটিতে পান না। এবার ইনস্টাগ্রামেও ভিডিও কলের সুবিধা আনলো মেটা।
তবে জেনে নিন কীভাবে করবেন-
- প্রথমে ইনস্টাগ্রাম খুলতে হবে।
- এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো ডাইরেক্ট মেসেজ আইকন আছে, সেটা ট্যাপ করুন।
- যাকে ভিডিও কল করবেন, সেই ইউজারকে বেছে নিন।
- ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা।
- যার কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা তার ব্যাপার।
এছাড়াও ইনস্টাগ্রামে ভিডিও কল চলার সময়ে মজার কিছু কাজ করা যায়, জেনে নিন সেগুলো-
- ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে স্যুইচ করা যাবে।
- দরকারে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে তা মিউট করা যাবে।
- ইচ্ছে হলে স্মাইলি আইকনে ট্যাপ করে মজার মজার ইমোজি আর এফেক্ট যোগ করা যায়।
- কল কাটার সময়ে লাল ফোন আইকনে ট্যাপ করতে হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে