বাঙালিনিউজ, খেলারডেস্ক
আজ ৩০ জুন ২০২৪ রোজ রোববার সকালে, কোপা আমেরিকার গ্রুপপর্বের এ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুটি গোলই করেছেন লাউতারো মার্টিনেজ। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
মেসির অনুপস্থিতিতে এই ম্যাচে আবারও জ্বলে উঠেন দারুণ ছন্দে থাকা লাওতারো মার্টিনেজ। তার জোড়া গোলেই আজ আর্জেন্টিনা পেরুকে ২-০ গোলে হারিয়েছে। টানা তিন ম্যাচে গোল করে আজ আরেক রেকর্ডেও নাম বসালেন লাউতারো মার্টিনেজ। ২০০১ সালের পর থেকে কোপা আমেরিকায় গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করার রেকর্ড ছিল না কোনো খেলোয়াড়ের। ২৩ বছর পর সেই কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ৪ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
মেসি না থাকায় আক্রমণে নেতৃত্ব দেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে তাই সেই কাজটিই আগে করেছে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে প্রথম গোলটি করেন মার্টিনেজ। এ নিয়ে টানা তিন ম্যাচেই গোল পেলেন মার্টিনেজ। ডি মারিয়ার থ্রু বলে চিপ করে পেরু গোলকিপারকে বোকা বানিয়েছেন ইন্টার মিলান ফরোয়ার্ড।
এরপর সেই ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। হ্যান্ডবলে ম্যাচের ৭২ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার। কিন্তু ৭২ মিনিটে পাওয়া সেই পেনাল্টি থেকে দলের ব্যবধান দ্বিগুণ করতে পারেননি লিয়েনদ্রো পেরেদেসে। দুর্ভাগ্য লিয়ান্দ্রো পেরেদেসের শট আঘাত করেছে পোস্টে।
পরে যদিও আরও একবার আর্জেন্টিনার হয়ে গোল করেছেন মার্তিনেজ। ৮৬ মিনিটেও একই কৌশল অনুসরণ করেন তিনি। পেরুর দুর্বল রক্ষণে লং পাস থেকে চিপ করে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। তাতে ২-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আর্জেন্টিনা।
এদিকে এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। অন্যদিকে পেরুকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর কিংবা মেক্সিকো।
কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছিল নিয়মরক্ষার। যেখানে চোটের কারণে মাঠে নামেননি লিওনেল মেসি। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। তার জায়গায় আর্জেন্টিনার ডাগআউটের দায়িত্ব সামলাচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। তবে তাতে আর্জেন্টিনার জয়ে বাধা হতে পারেনি পেরু। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ২-০ গোলের জয় তুলে গ্রুপপর্বের সবকটি ম্যাচেই জয় তুলেছে আর্জেন্টিনা।
এদিন প্রথমার্ধে সব ক্ষেত্রেই দাপট ছিল আর্জেন্টিনার। ম্যাচের ৮০ শতাংশ বল দখলে রেখে পেরুর রক্ষণের কঠিন পরীক্ষা নিয়েছে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও ৫ বার গোলের উদ্দেশে শট নিয়েও কোনো বারই জালের দেখা পায়নি তারা।
তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে অবশ্য একটি গোল প্রায় হজমই করে বসেছিল আর্জেন্টিনা। পেরুর নেওয়া শট গিয়ে গোলপোস্টে বাধা পেয়ে ফিরে আসে। তাতে গোল হজম করা থেকে বাঁচে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার জয়ের সেই ব্যবধান আরও বাড়তে পারত যদি না ৭২ মিনিটে পেরেদেসের নেওয়া পেনাল্টি শট সাইডবারে লেগে ফিরে না আসত। তবে দিন শেষে গোলের ব্যবধানটা আরও বড় না হওয়ার আক্ষেপ থাকলেও দাপুটে জয়ই পেয়েছে আর্জেন্টিনা।
মূল একাদশে ছিলেন না লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো নিয়মিত সব মুখ। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় এদিন মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। মেসির সঙ্গে মার্কাস আকুনিয়া ছিটকে গিয়েছিলেন ইনজুরির কারণে। আবার নিষেধাজ্ঞার কবলে ছিলেন স্কালোনি নিজেই। সূত্র: ইন্টারনেট, অনলাইন নিউজ।