বাঙালিনিউজ, খেলারডেস্ক
গতকাল ২৯ জুন ২০২৪ রোজ শনিবার রাতে বার্বাডোজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে প্রথমবার ফাইনালে এসে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফলে ভারতের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ শেষ হয়েছে গতকাল। কিন্তু এবারের বিশ্বকাপে কে কত প্রাইজমানি পেল?
এবারের বিশ্বকাপের জন্য মোট ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকা প্রাইজমানির ঘোষণা দিয়েছিল আইসিসি। ঘোষণা অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক দল মোটা অঙ্কের অর্থ পেয়েছে। সবচেয়ে বেশি অর্থ পেয়েছে এবারের চ্যাম্পিয়ন দল ভারত।
জানা গেছে, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রোহিত-কোহলিদের ভারত প্রাইজমানি হিসেবে পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকা। রানার্সআপ দক্ষিণ আফ্রিকাও পেয়েছে মোটা অঙ্কের অর্থ। প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলে ৭ রানে হারলেও দক্ষিণ আফ্রিকার প্রাপ্য ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা।
সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ও আফগানিস্তান পাচ্ছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা।
সুপার এইট থেকে বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা। প্রথমবার সুপার এইটে খেলা বাংলাদেশেরও একই পরিমাণ অর্থ পাওয়ার কথা। সমান অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রও। নবম থেকে দ্বাদশ এবং ১৩তম থেকে ২০তম স্থানে থাকা দলগুলোও পাচ্ছে দুই কোটি টাকার বেশি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।