আগামীকাল পেরু-আর্জেন্টিনা ম্যাচে মেসি নাও খেলতে পারেন

Spread the love

বাঙালিনিউজ, খেলারডেস্ক

আগামীকাল ৩০ জুন রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা ও পেরু লড়াইয়ে নামবে।  গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচটি মূলত নিয়মরক্ষার। তাই এই নিয়ম রক্ষার ম্যাচে মাঠের লড়াইয়ে নাও থাকতে পারেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি।

কারণ, নিয়মরক্ষার এই ম্যাচের ফলাফল নিয়ে কোনো মাথাব্যাথা নেই আর্জেন্টিনার। এই ম্যাচে আর্জেন্টিনা হারলেও কোনো ক্ষতি নেই। তাই পেরুর বিপক্ষে ম্যাচটিতে মেসিকে বিশ্রাম দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি। কারণ এর আগে চিলির বিপক্ষে ম্যাচে ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছিলেন কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি। তাই মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ। বরং এই ম্যাচে অন্যদের সুযোগ দিতে চান তিনি। শুধু মেসি নন, শুরুর একাদশে আরও কয়েকজন খেলোয়াড় বদল হতে পারে।

 

ক্রীড়া বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিতম্বের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন মেসি। চিলির বিপক্ষেও কাটেনি তাঁর সেই অস্বস্তি। যে কারণে তাকে বিশ্রাম দেবেন বলে জানিয়েছেন কোচ স্কালোনি। ইএসপিএন জানিয়েছে, কোচ মেসিসহ শুরুর একাদশের কয়েক জনকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কানাডার বিপক্ষে ম্যাচের পর মেসি বলেছিলেন, ‘প্রথম ম্যাচ চলাকালীন নিতম্বের মাংসপেশি শক্ত অনুভব হচ্ছিল। মাংসপেশি ছিড়ে যাওয়া বা থেতলে যাবার মতো কিছু মনে হয়নি। তবে খেলতে একটু অসুবিধা মনে হচ্ছিল। কোনো সমস্যা ছাড়া ম্যাচ শেষ করতে পারায় বড় কিছু নয় বলেই মনে হয়েছে।[

পেরুর বিপক্ষে আর্জেন্টিনা আগামীকালের ম্যাচ খেলবে মায়ামির ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে। দর্শকরা ঘরের মাঠে নিজ ক্লাবের খেলোয়াড় মেসিকে খেলতে না দেখে হতাশ হতে পারেন বলে অনেকে মনে করেন।

কােপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টটির চলতি আসরে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে (কানাডা ও চিলি) সহজ জয় পেয়েছে ফুটবল সুপার পাওয়ার আর্জেন্টিনা। সূত্র: ইন্টারনেট।