বাঙালিনিউজ, খেলারডেস্ক
১৯ জুন ২০২৪ রোজ বুধবার রাতে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে দুই গোলে হারিয়ে সবার আগে শেষ ষোলোয় পৌঁছে গেছে জার্মানি। ইউরোতে গ্রুপ ‘এ’র ম্যাচে হাঙ্গেরিকে ০-২ গোলে হারিয়েছে জার্মানি। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫–১ গোলে উড়িয়ে দেয় জার্মানি। এ জয়ে ৬ পয়েন্ট এবং ৬ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে নকআউট পর্বে পৌঁছে গেল জার্মানি।
ম্যাচের মাত্র ১৫ সেকেন্ডের মাথায় বল চলে যায় জার্মানির বক্সে। রোনাল্ড সাল্লাইসের শট ঠেকান ন্যুয়ার। তবে শুরুর ওই চাপ সামলে ২২ মিনিটেই লিড নিয়ে নেয় স্বাগতিকরা। উইলি ওরবানের কাছ থেকে বল কেড়ে নিয়ে জামাল মুসিয়ালাকে পাস দেন গুন্দোগান। গোল করতে ভুল করেননি মুসিয়ালা।
বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার সুযোগ পায় দুই দলই। শুরুতে উইটার্জের কাছ থেকে পাওয়া বলে মুসিয়ালার নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে সাইড নেটে লাগে। পরের মিনিটে সোজেবোসজালির শট ঠেকিয়ে দেন ন্যুয়ার।
৬০ মিনিটের সময় পোস্টের ওপর দিয়ে মেরে আরও একটি সুযোগ নষ্ট করেন সাল্লাই। ৬৭ মিনিটে উল্টো গোল পেয়ে যায় জার্মানি। এবার তাদের হয়ে গোল করেন গুন্দোগান নিজেই। মিটটেসটাটের বাড়ানো বল থেকে সহজেই গোল করেন গুন্দোগান। এরপর দুই দলই কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।