বাঙালিনিউজ, খেলারডেস্ক
আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি কোপা আমেরিকায় জাদু দেখাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করেছেন আর্জেন্টিনার দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, মেসি এখন প্রস্তুত।
আর্জেন্টিনা ভক্তদের এমন আশ্বাস দিয়ে দলটির কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি পুরো ফিট। আমেরিকায় জাদু দেখাতে তৈরি। ওকে দেখে গোটা দল উৎসাহে টগবগ করে ফুটছে। প্রত্যেকে নিজের সেরা ফুটবল খেলতে প্রস্তুত।’
কোপায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ কানাডার বিরুদ্ধে ২১ জুন ২০২৪ রোজ শুক্রবার ভারতীয় সময় ভোরে। এই মুহূর্তে মেসিরা প্রস্তুতি নিচ্ছেন আয়োজক দেশ আমেরিকার আটলান্টায়। সেখানে অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেছে গোটা দলকে।
যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘সবাই পেশাদার, নিজেদের কাজ জানে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে আমাদের দায়িত্ব বেশি। আরও এক বার ট্রফি জিততে সবাই তৈরি।’
কোপায় গ্রুপ ‘এ’তে আর্জেন্টিনার গ্রুপে কানাডা ছাড়া আছে চিলি ও পেরু। গ্রুপ ‘বি’তে ইকুয়েডর, জামাইকা, মেক্সিকো ও ভেনেজুয়েলা। গ্রুপ ‘সি’তে বলিভিয়া, আমেরিকা, পানামা ও উরুগুয়ে।
গ্রুপ ‘ডি’-তে ব্রাজিল, কোস্টারিকা, কলম্বিয়া ও প্যারাগুয়ে। প্রতি গ্রুপ থেকে প্রথম দুটি দল শেষ আটে উঠবে। ব্রাজিল প্রথম ম্যাচে নামবে ২৫ জুন ২০২৪ রোজ মঙ্গলবার কোস্টারিকার বিরুদ্ধে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।