বাঙালিনিউজ স্পোর্টস ডেস্ক
বিপিএলের চলতি আসর প্রায় শেষের পথে। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ইতোমধ্যে শিরোপা নির্ধারণী মঞ্চে নাম লিখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে আজ। ২৮ ফেব্রুয়ারি বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। এ ম্যাচের জয়ী দল খেলবে কুমিল্লার বিপক্ষে ফাইনাল।
তবে রংপুর-বরিশাল ম্যাচ ছাপিয়ে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল! সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এই দুই তারকা ক্রিকেটার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই মাঠে তাদের ধ্রুপদী লড়াই দেখতে দর্শকদের আগ্রহের কমতি নেই। কে হাসবে শেষ হাসি তা দেখা যাবে আজ।
ফরচুন বরিশালের নেতৃত্বে রয়েছেন তামিম। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক রান (১৩ ম্যাচে ৪৪৩) তামিমের। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে বরিশাল তাদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
রংপুর রাইডার্সের বড় তারকা সাকিব। নিজ থেকেই অধিনায়কত্ব নেননি। তবে ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করছেন প্রতি ম্যাচেই। শুরুর দিকে অবশ্য ব্যাট হাতে বিবর্ণ ছিলেন সাকিব। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে মেলে ধরেছেন বেশ ভালোভাবেই। ১২ ম্যাচে (১০ ইনিংস) ২৫৪ রান আর ১৭ উইকেট নিয়েছেন। টুর্নামেন্ট সেরা হওয়ার রেসে বেশ ভালোভাবেই এগিয়ে রংপুরের বিশ^সেরা এ অলরাউন্ডার।
মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তবে দুদল এখন পর্যন্ত সমানে সমান! অর্থাৎ লিগপর্বের দুই সাক্ষাতে ১-১। মিরপুরে প্রথম ম্যাচে রংপুরকে ৫ উইকেটে হারিয়েছিল বরিশাল। আর চট্টগ্রামে বরিশালকে ১ উইকেটে হারায় রংপুর। বন্দরনগরীতে সাকিবের বলে মুমিনুলকে ক্যাচ দিয়েছিলেন তামিম। এর পর মিরাজের বলে সাকিব আউট হলে কনুই ঝাঁকিয়ে দিয়ে উদযাপন করে সমালোচিত হন তামিম!
বিপিএলের ফাইনালে সাকিব-তামিমের দেখা হওয়ার কোনো সুযোগ নেই। চলতি টুর্নামেন্টে আজই তাদের শেষ সাক্ষাৎ। সাকিবের শিকার হবেন তামিম? অবশ্য তামিমের ‘শত্রু’ আছেন আরও একজন- আফগান পেসার ফজলহক ফারুকি। টুর্নামেন্টের শেষ সময়ে রংপুর রাইডার্সে যোগ দিয়ে লড়াইয়ে বাড়তি আগুনের ফোয়ারা ছোটাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ফারুকি যেন তামিমের পথের কাঁটা! আফগানদের বিপক্ষে মোট ৯টি ওয়ানডে খেলেছেন বাংলাদেশের তামিম। ফারুকি এখন পর্যন্ত খেলেছেন চারটি। তার সব কটিতেই তামিমকে আউট করেছেন আফগান পেসার। আজ বিপিএলের ম্যাচেও কি অতীতের পুনরাবৃত্তি ঘটবে!
সূত্র: আমাদের সময়