বাঙালিনিউজ স্পোর্টস ডেস্ক
ইয়ুর্গেন ক্লপ ক্যারিয়ারে অনেক শিরোপা জেতেছেন। লিভারপুলকেও এনে দিয়েছেন বিস্মৃতপ্রায় প্রিমিয়ার লিগের স্বাদ, জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। তবে গতকাল ২৫ ফেব্রুয়ারি চেলসিকে হারিয়ে জেতা লিগ কাপ বা কারাবাও কাপের শিরোপাটিকেই ‘সবচেয়ে বিশেষ’ ট্রফি বলছেন এই জার্মান ম্যানেজার।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। কিন্তু এ সময়ে কেউ কারও জালে বল জড়াতে পারেনি। ইনজুরি সময়েও পারল না। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছিল না। এই ৩০ মিনিটও প্রায় শেষ হওয়ার পথে। রোমাঞ্চকর টাইব্রেকার দেখার অপেক্ষায় সবাই।
কিন্তু অতিরিক্ত সময়ে মাত্র ২ মিনিট বাকি থাকতেই বাজিমাত করে দেন ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক। ১১৮ তম মিনিটে কর্নার কিক থেকে দারুণ এক হেডে চেলসির জালে বল জড়ান ফন ডাইক। একই সঙ্গে বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপকে শিরোপা উপহারই দিল অল রেডরা।
তবে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই অর্ধে দুই দলই একটি করে গোল করেছিল। কিন্তু ভিএআর দেখে দুই গোলই বাতিল করে দেন রেফারি। এখানেও গোল করেছিলেন ফন ডাইক। চেলসির হয়ে রাহিম স্টার্লিং। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল ম্যাচ। এখানেও ম্যাচ টাইব্রেকারে গড়াতে যাচ্ছিল।
ক্লপের কাছে এ শিরোপা বিশেষ মনে হচ্ছে তাঁর দলের শক্তিমত্তার কারণে। চোটের কারণে এ ম্যাচে খেলেননি মোহাম্মদ সালাহ, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, দিয়োগো জোতা, দারউইন নুনিয়েজ, আলিসন বেকার ও জোয়েল মাতিপের মতো প্রথম সারির খেলোয়াড়েরা।
তাঁদের অনুপস্থিতিতে ক্লপ নামান অনভিজ্ঞ এক দল। ২০ বছর বয়সী কনর ব্র্যাডলি ও হার্ভি এলিয়ট ছিলেন শুরু থেকেই, এরপর আসেন ১৯ বছর বয়সী ববি ক্লার্ক ও জেমস ম্যাককনেল, ১৮ বছর বয়সী জেইডেন ড্যানস ও ২১ বছর বয়সী জারেল কানসাহ। চেলসি পেরে ওঠেনি সে অনভিজ্ঞ দলের সঙ্গেই।
সূত্র: যুগান্তর