বাঙালিনিউজ স্পোর্টস ডেস্ক
রাঁচি টেস্টে এবার প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৪৬ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। তবে তাদের লিডটা আরও বড় হতে পারতো। ভারতকে লড়াইয়ে ফিরিয়েছেন ধ্রুব জুরেল। যদিও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা উইকেটরক্ষক এই ব্যাটার মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরিটা পাননি।
টেস্টে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারত অলআউট হয়েছে ৩০৭ রানে। এর মধ্যে জুরেল ৯০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। দ্বিতীয় টেস্টে এসে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন ইংল্যান্ডের লেগস্পিনার শোয়েব বশির।
৭ উইকেটে ২১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ধ্রুব জুরেল ৩০ আর কুলদীপ যাদব ১৭ রানে অপরাজিত ছিলেন। কুলদীপকে নিয়ে সকালের সেশনে প্রথম ঘণ্টা অনায়াসেই কাটিয়ে দেন জুরেল।
অবশেষে ২৮ রান করা কুলদীপকে বোল্ড করে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান জেমস অ্যান্ডারসন। ভাঙে ৭৬ রানের জুটি। তারপরও জুরেল লড়াই চালিয়ে গেছেন। লোয়ার অর্ডারের আরেক ব্যাটার আকাশ দীপকে নিয়ে আবার ৪০ রানের জুটি গড়েন জুরেল, যাতে আকাশের অবদান মাত্র ৯।
আকাশকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ক্যারিয়ারে প্রথম ফাইফারের দেখা পান ২০ বছরের শোয়েব বশির। শেষ উইকেট, জুরেল এরপর মারমুখী হয়ে উঠেন। পরের ওভারেই একটি টম হার্টলিকে একটি করে চার-ছক্কা হাঁকান ভারতীয় উইকেটরক্ষক।
তবে হার্টলি নিজের পরবর্তী ওভার করতে এসে বোল্ড করে দেন জুরেলকে। ১৪৯ বলে ৯০ রানের ইনিংসে ৬টি চার আর ৪টি ছক্কা হাঁকান এই ব্যাটার। ১০৩.২ ওভারে ৩০৭ রানে অলআউট হয় ভারত।
সূত্র: জাগো নিউজ