বাসায় তৈরি করুন ‘মুরগির মাংসের ভর্তা’, জেনে নিন রেসিপি

Spread the love

বাঙালিনিউজ লাইফস্টাইল ডেস্ক

মাংস খেতে সকলেই পছন্দ করেন। আর মরুগির মাংস খেতেও খুবই সুস্বাদু। অনেকে আছেন যারা মুরগির মাংসের ঝোল, ভুনা নিয়মিত খেয়ে থাকেন। কিন্তু মুরগির মাংসের ভর্তা আরও সুস্বাদু হয়ে থাকে। তাই আজ আমরা জানাব, খাবারে বৈচিত্র্য আনার জন্য কীভাবে বাসায় সহজে ‘মুরগির মাংসের ভর্তা’ তৈরি করবেন।

উপকরণ

সেদ্ধ মুরগির মাংস ৪০০ গ্রাম
তেল পরিমাণ মতো
আদা এক টুকরা
রসুন কোয়া ১০-১২টি
কাঁচা মরিচ ৪-৫টি
পেঁয়াজ কুচি চার টেবিল চামচ
পানি পরিমাণ মতো
লবণ স্বাদ মতো
লেবুর রস পরিমাণ মতো
গোল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ
জিরার গুঁড়া এক চা চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিতে হবে। এরপর আদা, রসুন কোয়া ও কাঁচামরিচ দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে ব্লেন্ডারে দিন। এরপর তেল, পেঁয়াজ কুচি ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। একটি পাত্রে সেদ্ধ মুরগির মাংস নিন।

এরপর পেঁয়াজ কুচি, তেল, লবণ, ব্লেন্ড করা মসলা, লেবুর রস, গোল মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ভর্তা বানিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মুরগির মাংসের ভর্তা।

সূত্র: এনটিভি