৩৬৩ জন বিদেশি নাগরিক বাংলাদেশের কারাগারে আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the love

বাঙালিনিউজ, অপরাধডেস্ক

বিভিন্ন অপরাধে ৩৬৩ জন বিদেশি নাগরিক বাংলাদেশের কারাগারগুলোতে আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ্বআজ ১২ জুন ধবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের কারাগারে বিভিন্ন অপরাধে আটক ৩৬৩ জন বিদেশি নাগরিকের মধ্যে ৮০ জন কয়েদি, ১২৭ জন হাজতি এবং ১৫৬ জন মুক্তিপ্রাপ্ত। তাদের মধ্যে ভারতের ২১২ জন, মিয়ানমারের ১১৪ জন, পাকিস্তানের ৭ জন, নাইজেরিয়া ও মালয়েশিয়ার ৬ জন করে, চীনা ও বেলারুশের ৪ জন করে, পেরু ও ক্যামেরুনের ২ জন করে এবং আমেরিকা, বতসোয়ানা, জর্জিয়া, তানজেনিয়া, মালয় ও অ্যাংগোলার একজন করে নাগরিক আটক রয়েছে। খবর: বাংলাদেশ প্রতিদিন।