১৮ টি বিপজ্জনক ভুয়া অ্যাপ সরিয়ে নিলো গুগল

Spread the love

বাঙালিনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক

বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। কমবেশি সকলেই গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। এছাড়াও পারছেন গুগলের প্লে স্টোর থেকে যখন খুশি অ্যাপ ডাউনলোড করে নিতে।

তবে এসকল অ্যাপের রূপে ঘাপটি মেরে থাকে অনেক নকল ও বিপজ্জনক অ্যাপ। যা ব্যবহারকারীদের ফোনের তথ্য চুরি করে। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে আবার কখনো সরাসরি ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

তাই গুগল মাঝে মধ্যেই গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ সরিয়ে দেয়। কিন্তু আপনার ফোনে তখনও সেই সব অ্যাপ থেকে যায়। এটি নিয়ে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, গুগল কেন এমনটা করে? মূলত গুগল প্লে স্টোরও ব্যবহারকারীদের সুরক্ষায় অনেক অ্যাপ সরিয়ে দেয়। যেসব ভুয়া অ্যাপ নিয়ে ব্যবহারকারীরা রিপোর্ট করে সেই অ্যাপগুলোকেই গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়।

সম্প্রতি নতুন করে ১৮টি অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। এই সব মোবাইল অ্যাপে স্প্যাইলোন ম্যালওয়্যার পাওয়া গেছে, যা ব্যবহারকারীদের সব ডাটা চুরি করছিল। এসব অ্যাপ প্লে স্টোর থেকে কয়েক লাখ বার ডাউনলোড করা হয়েছে। ইএসইটির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

দেখে নিন কোন কোন অ্যাপ সরিয়ে ফেলা হলো-

এএ ক্রেডিট, লাভ ক্রাশ, গুয়াবাক্যাশ, ইজি ক্রেডিট, ডিনার, ক্রেডিবাস, ফ্লাশলোন, লোনস ক্রেডিট, ক্রেডিট লোনস-ইউমিক্যাশ, গো ক্রেডিট, ইনস্টা লোন, লার্জ ওয়ালেট, ফাস্ট ক্রেডিট, ফিনিউপ লেন্ডিং, ৪এস ক্যাশ, ট্রু নারিয়া, ইজিক্যাশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া