বাঙালিনিউজ, খেলারডেস্ক
আজ ১৫ জুন ২০২৪ শনিবার ভোরে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টের আরনোস ভ্যালে গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছে অল্পের জন্য হেরে গেছে নেপাল। দক্ষিণ আফ্রিকার দেয়া ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৪ রান তোলে নেপাল। ফলে মাত্র ১ রানে হেরে যায় তারা।
দুর্ভাগ্যজনক এই হারের কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে নেপালকে, এটা প্রায় নিশ্চিত। কারণ, বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট হবে ৩। অথচ আগেই ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ।
তবে নেপালের বিদায় হলেও, গ্রুপ ডি থেকে নাটকীয়তা শেষ হয়নি। বিদায় নিয়ে নেপাল হয়েছে শ্রীলঙ্কার সঙ্গী। আর দক্ষিণ আফ্রিকা আগেই গিয়েছে সুপার এইটে। ফলে এবার সুপার এইটে ‘ডি-২’ স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ জুন ২০২৪ সোমবার ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে।
বাংলাদেশের জন্য সমীকরণ এক্ষেত্রে সহজ। নেপালের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের। এক্ষেত্রে কোনো কারণে সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে। পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। তাতে মোট পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে ৪। ফলে তারা বাংলাদেশের তুলনায় ১ পয়েন্ট পিছিয়ে থাকবে।
তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে, আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে, গাণিতিক হিসাব সামনে আসবে। কারণ, তখন বাংলাদেশ ও নেদারল্যান্ডস-উভয়ের পয়েন্ট হবে ৪। তখন বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে যার রানরেট কম হবে, সে বাদ যাবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।