হংকংয়ের মাঠে চোট নিয়েই কি খেলবেন মেসি ?

Spread the love

বাঙালিনিউজ অনলাইনডেস্ক

ভুলে যাওয়ার মতো সময় পার করছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রাক মৌসুম ম্যাচে ছন্দে নেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। সৌদি আরবে রিয়াদ সিজন কাপে আল হিলাল ও আল নাসেরের বিপক্ষে জয় পায়নি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দল।

এমনকি শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে মেসির মায়ামি। এমন পরিস্থিতিতে জয়ের খোঁজে থাকা মায়ামি পৌঁছেছে হংকংয়ে। যেখানে আগামীকাল ৪ ফেব্রুয়ারি বেলা ২টায় হংকং একাদশের মুখোমুখি হবেন মেসিরা।

তবে হংকং একাদশের বিপক্ষে শুরুর একাদশেই বিশ্বজয়ীকে দেখা যেতে পারে। এমনটাই জানালেন মিয়ামির কোচ টাটা মার্টিনো।

চোটের কারণে হংকং একাদশের বিপক্ষে এই ম্যাচে মেসির খেলা না–খেলা নিয়ে নানা গুঞ্জন আছে। এর আগে আল নাসরের কাছে বিধ্বস্ত হওয়া ম্যাচেও মেসি মাঠে নেমেছিলেন ৮৩ মিনিটে। তবে ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, চোটের দুশ্চিন্তা থাকা সত্ত্বেও হংকং একাদশের বিপক্ষে এই ম্যাচে মেসির মাঠে নামা অনেকটাই নিশ্চিত।

ইন্টার মায়ামি কোচ জানিয়েছেন, তাঁরা আজ ফিটনেস অনুশীলনে মেসির শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন। এর আগে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মেসি।

হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মার্তিনো বলেছেন, ‘আমরা দুটি স্নায়ুক্ষয়ী ম্যাচ খেলেছি। এর আগে দুটি ম্যাচ খেলেছিলাম এল সালভাদর ও ডালাসে। আমরা দলের প্রত্যেক খেলোয়াড় শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব। কারণ, প্রাক্‌-মৌসুমে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে।’

এসময় মেসির খেলার সম্ভাবনা নিয়ে মার্তিনো বলেছেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে লিও যত বেশি সময় সম্ভব খেলবে। আগামীকাল ৪ ফেব্রুয়ারি অনুশীলনে কী হবে, তার ওপর নির্ভর করছে সে কতক্ষণ খেলতে পারবে সেটা। তবে তার মাঠে নামা অনেকটাই নিশ্চিত।’

সূত্র: প্রথমআলো