সুপার এইটে গেলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

Spread the love

বাঙালিনিউজ, খেলারডেস্ক

শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে।
গতকাল ১৩ জুন বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। কারণ, ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশের সুপার এইটে যাওয়ার পথ খুলে গেছে। পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ড খেলবে বাংলাদেশ। সেখানে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে।

তিন ম্যাচের সবকটিতে জয়ী হয়ে গ্রুপ ‘ডি’ থেকে ইতোমধ্যে সুপার এইটে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ ছাড়াও গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটে যাওয়ার সুযোগ আছে নেদারল্যান্ডস ও নেপালের। কারণ, তিন ম্যাচের দুটিতে হেরে ইতোমধ্যে বিশ্বকাপের লড়াই থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

এদিকে, নেদারল্যান্ডস ও নেপালের ভাগ্য নির্ভর করছে অনেক ‘তবে যদি কিন্তুর’ ওপর। আগামী ১৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে জয় পেলে আর কোনো হিসাব কষতে হবে না। নিশ্চিতভাবেই সুপার এইটে পৌঁছে যাবে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ?

সুপার এইটে সুযোগ পাওয়া দলগুলো দু’টি গ্রুপে ভাগ হয়ে যাবে। গ্রুপ ‘ওয়ান’ এবং গ্রুপ ‘টু’। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে, ভারত এ-১, পাকিস্তান এ-২, ইংল্যান্ড বি-১, অস্ট্রেলিয়া বি-২, নিউজিল্যান্ড সি-১, ওয়েস্ট ইন্ডিজ সি-২ এবং দক্ষিণ আফ্রিকা ডি-১ এবং শ্রীলঙ্কা ডি-২ হিসেবে সুপার এইটে খেলবে।

শর্ত ছিল, যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয়, তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সে জায়গাগুলো দখল করে নেবে। যেহেতু শ্রীলঙ্কা বিদায় নিয়েছে, সে হিসেবে নেপালের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে পারলে ডি-২ হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ। সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ। ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। আফগানিস্তান পথে আছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে জয় পেলেই নিউজিল্যান্ডকে বিদায় করে জায়গা নিশ্চিত করবে তারা।

এদিকে সুপার এইটের সময় সূচিও নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে ২১ জুন ভোর সাড়ে ৬টায় হবে এই ম্যাচ। পরের দিন ২২ জুন রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। এরপর ২৫ জুন সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।