মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব, ঘরের মাঠে গ্যালারিভরা দর্শক-সমর্থন, একের পর এক ম্যাচ হেরেই চলেছে তারা, কোনোকিছুতেই কিছু হচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের। বিপিএলের চলতি আসরে পেয়েছে টানা পঞ্চম ম্যাচে পরাজয়ের স্বাদ।
এই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বেনি হাওয়েল। সিলেটের ইংলিশ রিক্রুট মনে করেন, একটি জয়ই সবকিছু বদলে দিতে পারে।
ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর হাওয়েল বলেন, ‘আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা অবশ্যই হতাশ। অবশ্যই টানা পাঁচ ম্যাচ হারতে চাইনি। আমরা এখন ঘুরে দাঁড়াতে চাই। আমাদের শুধু পরিকল্পনাটা ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে হবে।’
টানা পাঁচ ম্যাচেই হার। গতবারের ফাইনালিস্ট সিলেটের কাছ থেকে এমন ব্যর্থতা আশা করেননি দর্শকরা। হাওয়েল বললেন, তারাও এমনটা আশা করেননি। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। সিলেটের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বেনি হাওয়েল।
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই পাঁচ ম্যাচে পাঁচটি হারতে চাইনি। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। বিভিন্ন ম্যাচে আমরা যেসব জিনিস ঠিক করছি, সেগুলো সব একই ম্যাচে করতে হবে আমাদের। আশা করি, পরের ম্যাচেই আমরা সেটি করতে পারব। সামনের কথাই এখন ভাবতে হবে।’
বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল। ঢাকাও ভালো ছন্দে নেই। এই ম্যাচ দিয়ে ‘সোনার হরিণ’ জয়ের দেখা মিলতে পারে স্বাগতিকদের।