বাঙালিনিউজ, রাজনীতিডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিসিইউ সুবিধা সংবলিত কেবিনে সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আজ ১৪ জুলাই ২০২৪ রোজ রোববার দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মিডিয়াকে এই তথ্য জানিয়েছেন।
বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, শায়রুল কবির বলেছেন, আজ ১৪ জুলাই রোববার বিকাল সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অব্স্থা অপরিবর্তিত। তাকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে—চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পাঁচ দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই।
গত ০৭ জুলাই রোববার দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে জরুরি ভিত্তিতে সোমবার (০৮ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। খবর: অনলাইন নিউজ।