শেবাগের ঘর ভাঙছে?

Spread the love

বাঙালিনিউজ, খেলারডেস্ক

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের সঙ্গে তার স্ত্রী আরতি আহলাওয়াতের ২১ বছরের সংসার ভাঙছে। ভারতীয় সংবাদমাধ্যমে এই গুঞ্জন চলছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শেবাগ ও তার স্ত্রী আরতি এখন বিচ্ছেদের পথে।

ইনস্টাগ্রামে একজন আরেকজনকে আনফলো করার পর থেকেই এই গুঞ্জন চাউর হয়েছে। তাঁদের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই শেবাগ ও আরতি আলাদা বসবাস করছেন। ২০০৪ সালে আরতিকে বিয়ে করেন ভারতের এই সাবেক জনপ্রিয় ব্যাটসম্যান।

শেবাগ ও আরতির দুই সন্তানের মধ্যে আর্যবীরের জন্ম ২০০৭ সালে। আর বেদান্তের জন্ম ২০১০ সালে। সর্বশেষ দীপাবলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেবাগ তাঁর মা ও ছেলেদের ছবি পোস্ট করলেও স্ত্রীর কোনো ছবি পোস্ট করেননি। ভক্তরা তখনই সন্দেহ করে শেবাগ ও আরতির সম্পর্ক  হয়ত ভালো যাচ্ছে না। তবে এ নিয়ে তারা কেউ মুখ না খোলেননি। তাই ব্যাপারটা নিয়ে দিনে দিনে গুঞ্জন বেড়েছে।

দুই সপ্তাহ আগে বিশ্ব নাগাকেশি মন্দিরে গিয়েছিলেন শেবাগ। ইনস্টাগ্রামে সেখানকার ছবি পোস্ট করলেও আরতির কোনো ছবি কিংবা তাঁর বিষয়ে কিছুই উল্লেখ করেননি। শেবাগ তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। শেবাগের মতো আরতিও বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো বিবৃতি দেননি।

এই দম্পতি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে চলায় শেবাগের ভক্তদের মাঝে গুঞ্জন আরও বেড়েছে।

আরতি দিল্লির মেয়ে। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। পরে নেমেছেন ব্যবসায়, চারটি প্রতিষ্ঠানের পরিচালক তিনি। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শেবাগ। এরপর ২০০৪ সালে ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির বাসায় ধুমধাম করে দুজনের বিয়ে হয়।

 

এতদিন তাঁদের দাম্পত্যজীবন নিয়ে কোনো বিতর্ক শোনা না গেলেও সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে সূত্র জানিয়েছে, দুজনের সম্পর্কটা আর আগের মতো নেই। আলাদা হওয়ার পথেই হাঁটছেন তাঁরা।

উল্লেখ্য, ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে ও ১৯ টি–টোয়েন্টি খেলেছেন শেবাগ। তিনি ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। এরপর থেকেই বিভিন্ন কাজে সময় কাটছে তাঁর। ভারতের অ্যান্টি ডোপিং আপিল প্যানেলের সদস্যও ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।