শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ঈদুল আজহার শুভেচ্ছা

Spread the love

বাঙালিনিউজ, জাতীয়ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়ে এই শুভেচ্ছা জানিয়েছেন। আজ ১৬ জুন ২৯২৪ রোজ রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোরালো ভাবে উল্লেখ করেছেন যে, উৎসবটি (ঈদুল আজহা) ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরম করুণাময় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাঁর উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে আগামীকাল ১৭ জুন ২০২৪ রোজ সোমবার ঈদুল আজহা উদ্‌যাপন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। সূত্র: প্রথম আলো।