বাঙালিনিউজ, বিনোদনডেস্ক
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অন্যতম আলোচিত অভিনেত্রীও তিনি। সুপার হিট ছবি ‘পুষ্পা ২’-এর এই অভিনেত্রীর এবার আরও একটি নতুন ছবি শিগগির আসছে। আজ ২৪ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে নতুন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন রাশমিকা।
রাশমিকা এই ফটোশুটটি করেছেন ‘ফেমিনা’সাময়িকীর জন্য। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, এটা নিঃসন্দেহে তাঁর প্রিয় ফটোশুট। অভিনেত্রীর ফেসবুকে জানিয়েছেন, ফটোশুটের সময় যে দারুণ মজা হয়েছে। তাঁর ভক্তরাও বেশ পছন্দ করেছেন ছবিগুলো। প্রতিক্রিয়া এসেছে কয়েক হাজার।
রাশমিকার বৃহস্পতি এখন তুঙ্গে। তাই দারুণ সময় কাটাচ্ছেন তিনি। গত বছর ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তির পর তাঁর অভিনীত জনপ্রিয় ছবি ‘পুষ্পা ২’। বক্স অফিসে ১ হাজার ৮০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। জানা গেছে, শিগগিরই রাশমিকাকে দেখা যাবে লক্ষ্মণ উতেকরের ‘ছাওয়া’ ছবিতে।
এবারই প্রথম ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত কোনো সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। এ ছবিতে তাঁকে ছত্রপতি শিবাজির পুত্রবধূ ও সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাঈয়ের ভূমিকায় দেখা যাবে।
কিছুদিন আগে অবশ্য ভক্তদের মন খারাপ করা খবর দিয়েছেন রাশমিকা। ব্যায়াম করার সময় চোট পাওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে আশার কথা, চোট কাটিয়ে উঠেছেন তিনি। গতকাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘ছাওয়া’ ছবির প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন রাশমিকা। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন ভিকি কৌশল। খবর: এএফপি।