মা হওয়ার পর বদলে গেছেন বলিউড সুন্দরী আলিয়া ভাট

Spread the love

বাঙালিনিউজ, বিনোদনডেস্ক

বলিউডের সুন্দরী অভিনেত্রী আলিয়া ভাট মা হওয়ার পর বদলে গেছেন। তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে। এখন মাতৃত্ব তাঁকে গভীরভাবে আকর্ষণ করে। এমনকি ছবি নির্বাচনের ক্ষেত্রেও এখন তাঁকে মাতৃত্ব প্রভাবিত করে। আলিয়া নিজেই একথা জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। ওই সাক্ষাৎকারে তিনি মেয়ে রাহাকে নিয়েও কথা বলেছেন।

আলিয়া ভাট শুধু এখন অভিনেত্রী নন, পাশাপাশি তিনি ছবির প্রযোজক, শিশুদের পোশাকের ব্র্যান্ড উদ্যোক্তা এবং শিশু সাহিত্যিকও বটে। শিশুদের জন্য তিনি লিখেছেন ছবির গল্পের বই ‘এড ফাইন্ডস আ হোম’। সম্প্রতি তিনি তাঁর লেখা এই বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন।

 

আলিয়া প্রকাশনা অনুষ্ঠানে মেয়ে রাহা প্রসঙ্গে বলেন, ‘গল্পকার হিসেবে আমি রোজ রাহার জন্য নতুন নতুন পথ খুঁজে বের করি। রাহার ছোট ছোট নানা বিষয় রণবীরকে দারুণ রোমাঞ্চিত করে।’

আলিয়া ভাট বলেন. ‘প্রথম তিনি যখন গর্ভধারণের খবর জানতে পারেন, তখন আনন্দে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেন, ‘আমি সেটে ছিলাম, এবং তখনই আনন্দের কান্নায় ভেঙে পড়ি।’মেয়ে রাহাকে প্রথমবার দেখার প্রতিক্রিয়া সম্পর্কে আলিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা যেন জীবনে এক অভূতপূর্ব জাদুর মুহূর্ত।’

তিনি আরও জানান, ‘মা হওয়ার পর থেকে আমার সকালের রুটিন অনেকটাই বদলে গেছে। এখন রাহা এসে আমাদের ঘুম থেকে তুলে দেয়। তার মুখের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরা ছাড়া কিছুই করতে ইচ্ছে করে না। সে ঘরে এসে আমাদের জাগিয়ে তোলে।’

জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত বই প্রকাশ অনুষ্ঠানে আলিয়া তাঁর আগামী ছবি জিগরা প্রসঙ্গে বলেন, ‘জিগরা ছবির প্রস্তাব যখন আমার কাছে এলো, আমি তখন সবচেয়ে সতর্ক সময়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম। তাই সে সময় এই ছবির চিত্রনাট্য পড়ে আমার দারুণ লেগেছিল। জিগরা ছবির বিষয়বস্তু আমার হৃদয় স্পর্শ করেছিল। আমি এই ছবির সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারছিলাম। আর একজন মা-ই তা অনুভব করতে পারেন। আসলে কোনো ছবি নির্বাচনের ক্ষেত্রে এখন আমাকে মাতৃত্ব দারুণভাবে প্রভাবিত করে। আর সেই ছবিতে সংযুক্ত হওয়া আমার জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই অনুভূতির কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার জন্য এখন অনেক সহজ হয়ে গেছে।’

আলিয়াকে শিগগিরই দেখা যাবে ‘জিগরা’সিনেমাতে। ছবিটি পরিচালনা করেছেন ভাসান বালা এবং এতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য আর্চিস’ খ্যাত বেদাং রায়না। বহুল প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১১ অক্টোবর। ছবিটি বর্তমানে পোস্ট প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।

মা হওয়ার পর নিজের মধ্যে পরিবর্তন প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যা এসেছে, তা হলো আমার ভেতর সহমর্মিতা বেড়েছে। এখন আমি অনেক বেশি সংবেদনশীল। অবশ্য আগেও আমি পরিবারকাতর ছিলাম। আমি আমার মা, বাবা, বোনদের ভালোবাসি। কিন্তু নিজে মা হওয়ার পর যেন সবকিছু বদলে যায়। আমি জানি না আমাকে কীভাবে এসব প্রভাবিত করছে।

রাহাকে গল্প পড়ে শোনান আলিয়া। তিনি জানান, ‘১৯ মাস ধরে প্রতি রাতে আমি রাহার সঙ্গে পড়াশোনা করি। ওকে রোজ নতুন নতুন গল্প পড়ে শোনাতে আমি খুব রোমাঞ্চিত হই। জন্তু–জানোয়ার নিয়ে কোনো কাহিনি হলে আমি ওদের মতো আওয়াজ করি। আর ও জন্তু-জানোয়ার খুব ভালোবাসে।’

এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী বলেন, ‘দিন শেষে আমি আর রণবীর যখন একে অপরের সঙ্গে সময় কাটাই, তখন রাহার ব্যাপারেই বেশি কথা বলি। মা-বাবা হিসেবে রাহাকে ঘিরে নিজেদের অনুভূতি একে অপরের সঙ্গে বিনিময় করি। সারা দিনে রাহার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো স্মরণ করি। আর এভাবেই নিজেদের সন্তানদের সঙ্গে একটা শক্তিশালী বন্ধন তৈরি হয়।’

উল্লেখ্য, ২০২২ সালে মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেতা রণবীর কাপুর ও আলিয়ার সংসারে আলো করে এসেছে তাঁদের ফুটফুটে সুন্দর কন্যা রাহা। এখন তার বয়স ১৯ মাস।

২০২২ সালের এপ্রিলে রণবীর কপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের মেয়ে রাহা। গত ক্রিসমাসে রণবীর এবং আলিয়া আনুষ্ঠানিকভাবে রাহাকে মিডিয়ার সামনে নিয়ে আসেন। রাহাকে এক ঝলক দেখেই সবাই মুগ্ধ হন। সূত্র: অনলাইন নিউজ।