বাঙালিনিউজ, খেলারডেস্ক
ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর। ফলে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ করা পোস্টে গম্ভীরকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। জয় শাহ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই গম্ভীরের সঙ্গে তোলা এক ছবি শেয়ার করে তাঁর মাধ্যমেই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসাবে গম্ভীরের নাম প্রকাশ করেন।
গত ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদও শেষ হয়। তবে দ্রাবিড়ের বিকল্প খোঁজার কাজটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই শুরু করেছিল বিসিসিআই। ভারতের কোচ হতে চেয়ে গম্ভীরের সঙ্গে আবেদন করেছিলেন ডব্লু ভি রমণও। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে বেশ আগে থেকেই গুঞ্জন চলছিল, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক ওপেনার গম্ভীরই হবেন ভারতের নতুন প্রধান কোচ।
বিসিসিআই এর আগে জানিয়েছিল, নতুন প্রধান কোচ চলতি জুলাই থেকে সাড়ে তিন বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব নিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে মেয়াদ পূর্ণ করবেন। তিন সংস্করণেই তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
এর আগে ২৭ মে পর্যন্ত আবেদনের শেষ দিন নির্ধারণ করে বিসিসিআই প্রধান কোচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সর্বশেষ আইপিএলে গম্ভীরের সঙ্গে এ নিয়ে বিসিসিআইয়ের আলোচনা হয়। গম্ভীর তখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে ছিলেন।
২০২৩ সালের নভেম্বরে কলকাতায় যোগদানের আগে ২০২২ আইপিএলে লক্ষ্মৌ সুপারজায়ান্টসের মেন্টরে দায়িত্বে ছিলেন গম্ভীর। অবসর নেওয়ার পর এটুকুই তাঁর কোচিং অভিজ্ঞতা। ভারতের হয়ে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলা গম্ভীর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুটি ফাইনালেই ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেন। সাবেক বাঁহাতি এই ওপেনার কলকাতার অধিনায়ক হিসেবে ২০১২ ও ২০১৪ আইপিএলও জিতেছেন।
আবুধাবিতে গত ১ জুন গম্ভীর ভারতের কোচ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন সংবাদমাধ্যমে, ‘আমি ভারতের কোচ হতে চাই। এর চেয়ে সম্মানের কিছু হয় না। জাতীয় দলের কোচিং করানোর চেয়ে বেশি সম্মানের আর কিছু নেই।’
৪২ বছর বয়সী গম্ভীরের এই ইচ্ছা অবশেষে পূরণ হলো। বিসিসিআই সচিব জয় শাহ এক্সে করা পোস্টে লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে স্বাগত জানাচ্ছি। বর্তমান যুগের ক্রিকেট আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে এবং গৌতম গোটা বিষয়টাই একেবারে সামনে থেকে চাক্ষুষ করেছেন। প্রচুর খাটাখাটানি করে নিজের গোটা কেরিয়ার জুড়েই একাধিক ভূমিকায় সাফল্য লাভ করা গৌতমই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক কারিগর বলে আমি মনে করি।’
জয় শাহ আরও যোগ করেন, ‘টিম ইন্ডিয়ার জন্য ওঁর পরিকল্পনা এবং ওঁর অভিজ্ঞতা সবথেকে আকর্ষণীয় কোচের দায়িত্ব নেওয়ার জন্য ওঁকে একেবারে যোগ্য দাবিদার বানায়। ওঁর এই নতুন সফরে বিসিসিআইয়ের সম্পূর্ণ সমর্থন রয়েছে ওঁর সঙ্গে।’ পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে গম্ভীরকে। তিনি আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ২৭ জুলাই থেকে তিনটি ওয়ান ডে এবং তিনটি বিশ ওভারের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে শুভেচ্ছা জানিয়েই গম্ভীর লেখেন, ‘আমার তেরঙ্গা, আমার জনগণ, আমার দেশের স্বার্থে কাজ করাটা পরম গৌরবের। সবার আগে আমি রাহুল দ্রাবিড় এবং তাঁর সাপোর্ট স্টাফদের দলের সঙ্গে দুরন্ত কাজ করার জন্য বাহবা জানাতেই। ভারতীয় দলের প্রধান কোচের পদে দায়িত্ব নিয়ে আমি গর্বিত এবং উচ্ছ্বসিত।’ ভিভিএস লক্ষ্মণ এবং বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করতেও যে তিনি মুখিয়ে রয়েছেন, সেকথাও জানান গম্ভীর। দ্রাবিড়ের পাশাপাশি ফিল্ডিং কোচ টি দিলীপ, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরদেরও কোচের পদে দায়িত্ব শেষ হয়েছে। গম্ভীর সম্পূর্ণ নতুন সাপোর্ট স্টাফ নিয়েই কোচ হিসাবে নজর সফর শুরু করবেন।
ভারতের প্রধান কোচ পদে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বিসিসিআইয়ের কাছে অনাগ্রহ প্রকাশের পর আলোচনায় উঠে আসেন গম্ভীর। লক্ষ্মণ এখন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক। এর পাশাপাশি ভারতের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও দায়িত্ব পালন করছেন।
২০২১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর কাছ থেকে ভারতের প্রধান কোচের দায়িত্ব পান দ্রাবিড়। তখন এই পদে দ্রাবিড়ের মেয়াদ ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এরপর দ্রাবিড় চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়াতে রাজি হন। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই থামলেন দ্রাবিড়। খবর: প্রথম আলো, আনন্দবাজার পত্রিকা।