বাঙালিনিউজ ডেস্ক
গতকাল ০২ ফেব্রুয়ারি ২০২৪, রোজ শুক্রবার রাতে, দুবাইফেরত এক যাত্রীর তিনটি মানিব্যাগ থেকে তিন কোটি ১৪ লাখ টাকার সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, ওই ব্যক্তি ৩টি মানিব্যাগে ২৮টি সোনারবার ও ১টি সোনার মুদ্রা লুকিয়ে দুবাই থেকে এনেছিলেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুবাইফেরত ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিলেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এম মাসুদ ইমামের শরীর তল্লাশি করে প্রথমে একটি মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের সোনার কয়েন পাওয়া যায়। পরে আরো ২টি মানিব্যাগ পাওয়া যায়, এর মধ্যে ২৮টি সোনারবার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।