বাঙালিনিউজ, বিনোদনডেস্ক
গতকাল ২৯ জুন ২০২৪ রোজ শনিবার রাতে, এক রোমাঞ্চকর ও রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে ভারত। ১৭ বছর পর দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে পেলো ভারত। আর ১৩ বছর পর আইসিসি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বাহিনীর এই বিশ্বজয়ের উচ্ছ্বাসে গতকাল থেকে ভাসছে গোটা দেশ। ভারতের সব শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন রোহিত-বিরাট বাহিনীকে।
বলিউড শাহেনশাহ বিগ বি তথা অমিতাভ বচ্চনও বিশ্বজয়ী ভারতীয় বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু তিনি ভারতীয় বাহিনীর লড়াই ও গৌরবময় জয় দেখেননি। কিন্তু কেন? কারণ, তাঁর ধারণা, তিনি খেলা দেখলেই তাঁর দেশ হেরে যায়। সে জন্যই গতকাল ভারতের বিশ্বকাপ জয় তিনি দেখেননি।
অমিতাভ বচ্চন এদিন তাঁর ব্লগে জানান, ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। টি২০ বিশ্বকাপ ২০২৪। উত্তেজনা, অনুভূতি এবং উদ্বেগ। সব শেষ। আমি টিভি দেখিনি। আমি ম্যাচ দেখলেই আমরা হেরে যাই। মাথায় আর কিছুই ঢুকছে না, খালি কান্না, আনন্দ এবং টিমের সবার চোখে জল।’
এদিন একই সঙ্গে টুইটার (বর্তমানে এক্স) নামে পরিচিত সেখানে অমিতাভ বচ্চন লেখেন, ‘টি ৫০৫৭ কান্না আর বাঁধ মানছে না। ভারত যে আজ জিতল তাঁর সঙ্গে যেন আমি একাত্ম হয়ে গিয়েছি। ভারত মায়ের জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।’
রোহিত শর্মার নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, আবেগে অশ্রুসিক্ত নয়নে বলিউড শাহানশাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘চোখে জল। ভারতীয় ক্রিকেটারদের মতো আমিও কাঁদছি। ভারত বিশ্বসেরা। উত্তেজনা, আবেগ, আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। জিতে গিয়েছি। টিভি দেখিনি। টিভি দেখলেই আমরা হেরে যাই। কাঁদছি, শুধুই কাঁদছি। ভারতীয় দলের ক্রিকেটারদের মতোই কাঁদছি আমি।’
গতকাল বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত। তাঁরা ২০ ওভারে ১৭৭ রান তোলে। একটা সময় সেই রান চেজ করতে নেমে মনে হচ্ছিল যেন দক্ষিণ আফ্রিকা জিতে যাবে। কিন্তু সূর্য কুমার যাদবের একটা ক্যাচ খেলার মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ৭ রানে জয়ী হয় ভারত। ু
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি ভারত। কানাডার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। বাকি সব ম্যাচই জিতেছেন রোহিতেরা। ফাইনালে একটা সময় দক্ষিণ আফ্রিকার ৩০ বলে ৩০ রান বাকি ছিল। সেখান থেকে ৭ রানে ম্যাচ জেতে ভারত।
যশপ্রীত বুমরা, আরশদীপ সিংহ এবং হার্দিক পাণ্ড্য মিলে শেষ পাঁচ ওভারে ভারতকে ম্যাচ জেতান। সেই সঙ্গে বাউন্ডারিতে সূর্যকুমার যাদবের ক্যাচ। যেটা না হলে হয়তো হেরেই যেত ভারত। কিন্তু এর কোনও কিছুই দেখেননি অমিতাভ। তিনি খেলা দেখলে ভারত হেরে যায়, এমনটা ভেবেই খেলা দেখা থেকে বিরত ছিলেন।
ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আগামী দিনে তাঁদের আর ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে দেখা যাবে না।
এদিকে অমিতাভ বচ্চনকে বর্তমানে কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা যাচ্ছে। এখানে তিনি অশ্বত্থামা চরিত্রে কাজ করেছেন। বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে এই ছবিটি। ৬০০ কোটির বাজেটে বানানো ছবিটি মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ২২০ কোটি আয় করে ফেলেছে। এখানে মুখ্য ভূমিকায় প্রভাস এবং দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে। সুত্র: হিন্দুস্থান টাইমস, অনলাইন নিউজ।