আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
বাঙালিনিউজ, রাজনীতিডেস্ক
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৩ জুন ২০২৪ রোজ রোববার সকাল ৭টায়, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। তারপর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে তিনি দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং দলের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে একইসঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
অপরদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।
এই প্রতিনিধিদলে থাকবেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ প্রমূখ।
বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমন্ত্রিত অতিথিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই সভায় অংশ নেবেন। এই আলোচনা সভায় বিএনপি সহ অন্য দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে, দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের রয়েছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস। পাকিস্তানি অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক ও বাঙালি বিদ্বেষী সামরিক-বেসামরিক স্বৈরশাসকদের বিরুদ্ধে লড়াইয়ে বাঙালি জাতির স্বাধীকার, স্বায়ত্তশাসন ও স্বাধীনতা অর্জন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর ঘাতকচক্র ও দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধী শক্তির মদদপুষ্ট সামরিক-বেসামরিক স্বৈরশাসন উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে সকল প্রতিবন্ধকতা দূর করে আজ দেশের অর্থনৈতিক সফল্যও অর্জন করেছে আওয়ামী লীগ।
পৃথিবীর খুব কম রাজনৈতিক দল আছে, যারা ধারাবাহিক লড়াই সংগ্রামে একের পর এক সাফল্য নিয়ে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। তাই দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূত্র: ইন্টারনেটে অনলাইন নিউজ।