পোর্তোয় হারকে জ্বালানিতে পরিণত করবে আর্তেতা

Spread the love

বাঙালিনিউজ স্পোর্টস ডেস্ক

পোর্তোর মাঠে শেষ সময়ে গোল হজম করে ম্যাচ হার, এই যন্ত্রণার উপশম জয় দিয়েই মিটাতে চান মিকেল আর্তেতা। তেতে থাকা দলকে শিরোপা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে দেখতে চান আর্সেনাল কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। এর আগের দিন কোচের সংবাদ সম্মেলনে এলো পোর্তো ম্যাচের প্রসঙ্গ। গত ২১ ফেব্রুয়ারি বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হেরে যায় ইংলিশ ক্লাবটি।

চলতি বছর দারুণ সময় কাটছে আর্সেনালের। তাদেরকে বড় একটা ধাক্কাই দিয়েছে পর্তুগালের ক্লাব পোর্তো। আর্তেতা আত্মবিশ্বাসী, ঘরের মাঠে ফিরতি লেগে সমীকরণ নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবেন তারা। একই সঙ্গে প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়েও নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চান তিনি।

“আরেকটা প্রতিযোগিতায় যা ঘটেছে, সেটা সেখানেই বিবেচ্য। তবে হারের পর যে অনুভূতি, তা তো অস্বীকার করা যাবে না। আরও ভালো হতে আমাদের সেটাকেই প্রবলভাবে ব্যবহার করতে হবে।”

নিউক্যাসলের বিপক্ষে সবশেষ দেখায় ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। ম্যাচ শেষে রেফারির তীব্র সমালোচনা করেছিলেন আর্তেতা। সেই লড়াইয়ের পর চোটের জন্য বেশ ভুগছে নিউক্যাসল। তবে এখনও তাদেরকে বড় হুমকি হিসেবেই দেখেন আর্তেতা।

“তাদের দলের মনোবল দারুণ। ওদের হারানো কেবল আমাদের জন্য নয়, আরও অনেক দলের জন্য খুব কঠিন।”

২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে নিউক্যাসল।

সূত্র: বিডি নিউজ ২৪