বাঙালিনিউজ, বিনোদনডেস্ক
ঢালিউডের আলোচিত তারকা পরীমনি। সম্প্রতি তিনি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সামনে নতুন কাজের পরিকল্পনাও চলছে। কিন্তু তার মাথাটা সম্প্রতি ঘুরিয়ে দিয়েছেন টলিউডের নায়ক পরমব্রত, বাংলাদেশে তার ‘আজব কারখানা’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে, তাকে নিয়ে করা মন্তব্যে।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আজব কারখানা’। সরকারি অনুদানের এই ছবিটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। এতে অভিনয় করেছেন পরমব্রত, ইমি প্রমুখ। মুক্তির আগে ‘আজব কারখানা’ছবির প্রচারণা উপলক্ষে ঢাকায় এসেছিলেন পরমব্রত। তখন গণমাধ্যমের কাছে বিভিন্ন কথা প্রসঙ্গে বলেছিলেন, পরীমনিকে আমার মনে হয় ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’। তাকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করা যায়, তবে তিনিও খুব ভালো করবেন। তার যেটুকু কাজ দেখেছি, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে।’
পরমব্রতর কথা পরীমনির কান পর্যন্ত পৌঁছে যায়। শুরুতে এ কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। মন খারাপও হয়েছিল। তাই বারবার সেই ভিডিও ক্লিপ দেখছিলেন। প্রথম আলো এক রিপোর্টে জানায়, পরমব্রতের সঙ্গে অভিনয়ের জন্য ব্যাকুল পরীমনি আবেগাপ্লুত হয়ে বলেছেন, এক আলাপে পরীমনি বলেন, ‘ইশ্, পরমের সঙ্গে কবে যে পরীর একটা কাজ হবে…। কী দারুণ মিলবে না, পরম আর পরী…(হাসি)।’
পরমব্রতর কথা শুনে পরীমনির নতুন উপলব্ধিও হয়েছে। পরমব্রতর কথা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এসব কথা বললে কেমন জানি লাগে। মনে হয়, সময় চলে যাচ্ছে, আরও ভালো ভালো কাজ করতে হবে। কিছুই তো করিনি।’
এক দশকের অভিনয়জীবন পরীমনির। অভিনয়ে আসার আগেই ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তার ভীষণ ভালো লাগার একজন। টেলিভিশনের পর্দায় পরমব্রত অভিনীত সিনেমার গান দেখেই প্রেমে হাবুডুবু অবস্থা। সময়ের পরিক্রমায় সেই পরীমনিও আজ অভিনয়ে কাটিয়ে দিলেন ১০ বছর।
পর্দার যে পরমব্রতকে একসময় মনে মনে ভালোবাসতেন, সেই পরমব্রতই পরীমনির ট্যালেন্ট নিয়ে কথা বলেছেন। যদিও এটা তার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়েছে। পরীমনি এখন পরমব্রতর সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখেন। তার বিশ্বাস, একদিন সেই সুযোগ তৈরি হবে।
পরীমনি বলেন, ‘আমি খালি অপেক্ষা করছি, কবে তার সঙ্গে কাজ করব। বাইশে শ্রাবণ দেখে প্রথম ভালো লেগেছিল পরমব্রতকে। এরপর তার যা যা ছবি দেখার সুযোগ হয়েছে, কোনোটাই বাদ দিইনি। সবই দেখেছি। সংগীত বাংলা চ্যানেলে গান দেখাত না, যে কটা দিন তুমি ছিলে পাশে…একই ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে। এসব দেখেই তো ছোটবেলা থেকে মনে কী কী যে হতো…(হাসি)। কত ফ্যান্টাসি। ভাবতাম, প্রেম বুঝি এমনই হতে হবে, একই ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে। সেই আমি এখন তার (পরমব্রত) সাথে যদি অভিনয় করি, কেমন লাগবে ভাবলেই তো আমার মাথা কেমন-কেমন জানি লাগে।’ সূত্র: অনলাইন নিউজ।