বাঙালিনিউজ স্পোর্টস ডেস্ক/ তথ্যপ্রযুক্তি ডেস্ক
বিশ্বের সবথেকে বড় মেইল সার্ভিস রয়েছে গুগলের। সেই মেইল সার্ভিসের নাম জিমেইল। তবে জিমেইল ছাড়াও এ রকম অনেক প্রযুক্তি সংস্থা রয়েছে, যারা এই সার্ভিস দিয়ে থাকে। এ রকমই মেইল পরিষেবা চালু করতে চাইছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। যার নাম হতে পারে এক্স-মেইল।
এক্স সোশ্যাল মিডিয়া সংস্থার সিকিউরিটি ইঞ্জিনিয়ারও এই মেইল সার্ভিসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মাস্ককে প্রশ্ন করেন কবে থেকে শুরু হবে তাদের এ এক্সমেইল সার্ভিস । এর উত্তরে মাস্ক জানান, শীঘ্রই এই পরিষেবাটি নিয়ে আসছে। যদিও নতুন এই মেইল সার্ভিসের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানাননি মাস্ক। তবে তা নিয়ে জল্পনা থেমে থাকেনি।
এ ব্যপারে ফোর্বসের মতে, X শব্দটি ইতিমধ্যে কমপক্ষে তিনটি অন্যান্য মেইল পরিষেবার সাথে ব্যবহার করা হচ্ছে। যদি মাস্ক এমন একটি নতুন পরিষেবার পরিকল্পনা করে থাকেন, তবে তিনি ইতিমধ্যেই এটিকে বিবেচনায় নিয়েছেন ।
যদিও XMail সম্পর্কে কিছুই নিশ্চিত করা হয়নি, বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত বেশ কয়েকটি বার্তা প্রস্তাব করে যে এটি বিদ্যমান মেইল পরিষেবাগুলি থেকে একটি আপগ্রেডেড ভার্সন হবে।
ব্যবহারকারীরা দাবি করেন যে XMail আরও ভাল গোপনীয়তা, দ্রুত ডেলিভারি এবং একটি মিনিমালিস্ট ডিজাইনের প্রতিশ্রুতি দেবে। তবে মাস্ক-কে এই দাবিগুলি নিশ্চিত করতে হবে। মাস্ক ইতিমধ্যেই অনলাইন পেমেন্ট এবং ভিডিও কলের মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলির বিকাশে ব্যস্ত। মাস্কের মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন ভাইরাল হওয়া একটি বার্তা দাবি করেছে যে, Google ১লা আগস্ট থেকে Gmail পরিষেবা বন্ধ করার পরিকল্পনা করছে। যদিও এই দাবি সত্য নয়। জিমেইল সাফ জানিয়ে দিয়েছে, তাদের পরিষেবা অক্ষুণ্ণ থাকছে।
সূত্র : এনডিটিভি