বাঙালিনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক
তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজধানীসহ দেশের সকল মানুষ। গড়মের ভিতরেও ঘরের বাইরে যেতেই হয়। আবার ঘরে থেকেও শান্তি নেই। এমন পরিস্থিতিতে ঘরে এসি চালিয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। কিন্তু বাইরে বের হলে তো আর এসি নিয়ে চলাফেরা করা যায় না।
এ সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন একটি ওয়াটার স্প্রে ফ্যান বা পোর্টেবল ইউএসবি ফ্যান। এ ধরণের মিনি ফ্যান যেমন আপনি রাস্তায় নিয়ে ঘুরতে পারবেন, তেমনই আবার ডেস্কেও রাখেও ব্যবহার করতে পারবেন। এটিকে মিনি এসিও বলা যায়। দেশের বিভিন্ন অনলাইন শপ থেকে ৪-৫ হাজার টাকায় এ স্মার্ট কুলিং ফ্যান কেনা যাবে।
এ মিনি স্প্রে ফ্যানে রয়েছে একটি এলইডি লাইট। এর ভেতরে আপনি পানি ও বরফের কিছু টুকরো ফেলে দিলেই এটি ঠান্ডা হাওয়া দিতে পারে। টাইপ সি ক্যাবল দিয়ে যে কোনো জায়গায় ডিভাইসটি চালাতে পারবেন।
সূত্র: যুগান্তর