ট্রাম্প না বাইডেন, কে ‘বুড়ো’!

Spread the love

বাঙালিনিউজ, বিশ্বডেস্ক
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০’র কোটা ছাড়িয়েছে। আর বাইডেনের সেই বয়সকেই নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার বানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের নিজের বয়স ৭৮।

বিভিন্ন অনুষ্ঠানে হাঁটতে গিয়ে প্রবীণ বাইডেন প্রায়ই হোঁচট খান। আর সেই কথা ফলাও করে নির্বাচনী প্রচারণায় জনগণকে জানিয়ে দেয় ট্রাম্পের প্রচারশিবির। প্রতিদিনই তারা বর্তমান প্রেসিডেন্টকে এভাবে ট্রাম্পের চেয়ে অযোগ্য ও অথর্ব এবং বৃদ্ধ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এছাড়াও বাইডেন বক্তব্য দিতে গিয়েও অনেক কিছু ভুলে যান। আর সেই ভুলে যাওয়াকে ট্রাম্প শিবির দেখাতে চায় তার অযোগ্যতা হিসাবে। ট্রম্প শিবিরের দাবি, বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো সক্ষমতা হারিয়েছেন।

তবে বাইডেন শিবিরও ছেড়ে কথা বলছে না। তারাও ট্রাম্পের বয়স নিয়ে কথা বলছে। এছাড়াও সাধারণ মার্কিনিদের অনেকেও ট্রাম্পকে বয়স্ক ভাবছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক সক্ষমতার ক্ষেত্রে বাইডেন আর ট্রাম্পের কিছু উল্লেখযোগ্য পার্থক্য অনেকেরই চোখে পড়ছে। আর এর পেছনে আছে বিশেষ কারণও। প্রেসিডেন্ট বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে কোনো বাঁধাধরা নিয়ম নেই।

চলতি বছর ২০২৪ সালের ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যিনি জয়ী হবে তিনিই হবেন সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ট্রাম্প ও বাইডেন দু’জনার চেয়ে বেশি বয়সে আর কেউ মার্কিন প্রেসিডেন্ট হননি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।