বাঙালিনিউজ তথ্যপ্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় এআই কোম্পানি ওপেনএআই এমন এক সফটওয়্যার নিয়ে কাজ করছে, যেখানে বিভিন্ন টেক্সট প্রম্পটের মাধ্যমে এক মিনিট দীর্ঘ ভিডিও বানানো যাবে।
‘সোরা’ নামের এ সফটওয়্যারের কথা গেল ১৫ ফব্রেুয়ারি ২০২৪ বৃহস্পতিবার জানিয়েছে মাইক্রোসফট সমর্থিত কোম্পনিটি। বর্তমানে এটি ‘রেড টিমিং’ প্রক্রিয়ার জন্য উন্মুক্ত আছে, যার সহায়তায় এআই ব্যবস্থাটির বিভিন্ন ত্রুটি শনাক্ত করা যাবে বলে জানান প্রতিষ্ঠানটি। এ ছাড়া, মডেলটি ব্যবহারের সম্ভাব্য ফিডব্যাক পেতে ভিজুয়াল শিল্পী, ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতাদের জন্যেও এটি উন্মুক্ত বলে এক বিবৃতিতে বলেছে ওপেনএআই।
কোম্পানির বিবৃতিতে উল্লেখ আছে যে, “সোরা একাধিক চরিত্র ও বিভিন্ন ধরনের মোশন দিয়ে বিভিন্ন জটিল দৃশ্যপট তৈরি করতে সক্ষম, যেখানে ভিডিও’র মূল বিষয় ও ব্যাকগ্রাউন্ডের খুঁটিনাটিও বেশ নিখুঁত,”। ওপেনএআই আরও যোগ করে, একটি একক ভিডিও’র মধ্যেই একাধিক দৃশ্য তৈরি করতে পারবে সফটওয়্যারটি।
এক ব্লগ পোস্টে বলেছে কোম্পানিটি বলেন যে, টেক্সট প্রম্পট থেকে ভিডিও তৈরি বাদেও সোরার মাধ্যমে কোনো স্থির ছবিকে অ্যানিমেট করার সুবিধাও মিলবে।
রয়টার্স প্রতিবেদনে বলেছে, সোরা নিয়ে এখনও কাজ চলছে। পাশাপাশি, এআই মডেলটি বিভিন্ন প্রম্পটের মূল বিষয় বুঝতে এমনকি বিভিন্ন সুনির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল বোঝার ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারে।
ওপেনএআই, তারা বিভিন্ন এমন টুলও তৈরি করছে, যেগুলো সোরার মাধ্যমে তৈরি করা ভিডিওগুলো শনাক্ত করতে পারবে।
সূত্র: বিডি নিউজ ২৪