টি-টোয়েন্টি বিশ্বকাপ: চার ওভারে কোনও রান না দিয়ে ৩ উইকেট, ইতিহাসে ফার্গুসন

Spread the love

বাঙালিনিউজ, খেলারডেস্ক
গত ১৭ জুন ২০২৪, রোজ সোমবার, নিউজিল্যান্ডের বোলার লকি ফার্গুসন নতুন রেকর্ড গড়লেন। চার ওভার হাত ঘুরিয়ে চারটিই মেডেন নিলেন তিনি। সেই সঙ্গে তিনটি উইকেট শিকার করলেন। ফলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সৃষ্টি হলো এক অনন্য বিশ্বরেকর্ড। অবিশ্বাস্য বোলিংয়ের নজির গড়লেন নিউজিল্যান্ডের পেস বোলার লকি ফার্গুসন। ফলে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির মধ্যকার নিয়ম রক্ষার ম্যাচে ইতিহাস গড়লেন তিনি।

এর আগে, ২০২১ সালের ১৪ নভেম্বর, কানাডার সাদ বিন জাফর পানামার বিরুদ্ধে ৪ ওভার বল করে ৪টি মেডেন নিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন এটিই ছিল সর্বোচ্চ ডট বল করার রেকর্ড।

উল্লেখ্য, গত ১৭ জুন সোমবার ফার্গুসন মাঠে নামার আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান শাকিব, এদিন সকালেই । নেপালের বিপক্ষে ২১ টি ডট বল করেছিলেন তিনি। সেই রেকর্ড ২৪ ঘণ্টাও টিকল না। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন ফার্গুসন।

ফার্গুসনকে ওই দিন খেলতেই পারেননি পাপুয়া নিউগিনির ব্যাটাররা। তার এই স্বপ্নের স্পেলে তিনটি উইকেট নেন লকি। আসাদ ভালা, চার্লস আমিনি ও সোপারের উইকেট নেন নিউজিল্যান্ডের এই বোলার। পঞ্চম ওভারে তার হাতে বল তুলে দেওয়া হয়।

প্রথম বলেই লকি ফার্গুসন উইকেট পান। আসাদ ভালাকে স্লিপে তালুবন্দি করেন ডারিল মিচেল। পরবর্তী ওভার গুলোয় ফার্গুসন ক্রমাগত লাইন ও লেন্থের পরিবর্তন করে পাপুয়া নিউগিনির ব্যাটারদের বিব্রত করতে থাকেন। চার্লস আমিনিকে এলবিডব্লিউ করেন লকি। সোপারকে বোল্ড করেন তিনি। অসামান্য এক কীর্তি গড়েন লকি। খবর: বাংলাদেশ প্রতিদিন।