বাঙালিনিউজ, খেলারডেস্ক
গতকাল ২৭ জুন ২০২৪ রোজ বৃহস্পতিবার, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ইংল্যান্ড ভারতের করা ১৭১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৩ রান তোলে। ফলে ৬৮ রানে জয়লাভ করে ভারত।
এর আগে, গতকাল রাতে ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ড। কিন্তু তারা ব্যাটিংয়ে পাঠায় ভারতকে। ভারতের রোহিত বাহিনী প্রথমে ব্যাটিংয়ে নামলেও, শুরুটা তাদের ভালো হয়নি। বিরাট কোহলি আবার ব্যর্থ হন। তৃতীয় ওভারে ৯ বলে ৯ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। তিনে নামা ঋষভ পান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র ৬ বলে ৪ রান করেন পান্ত। ফলে অনেকটা চাপে পড়ে যায় ভারতীয় রোহিত বাহিনী।
তবে ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মার ব্যাট ফের জ্বলে ওঠে। তাকে দারুণ সঙ্গ দেন সূর্যকুমার যাদব। ফলে ৩৯ বলে ৫৭ রান করে বোল্ড হয়ে যান রোহিত শর্মা। তার আউটের এক ওভার পর সূর্যকুমারও সাজঘরে ফিরে যান। সূর্যকুমার ৩৬ বলে ৪৭ রান করে জফরা আর্চারের বলে লং অনে দাঁড়ানো ক্রিস জর্ডানের হাতে ধরা পড়েন।
পরে মাঠে নেমে ঝড় তোলার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। তবে বেশিক্ষণ টিকতে পারেননি পান্ডিয়া। তিনি ১৩ বলে ২৩ করে সাজঘরে ফেরেন। শেষদিকে নেমে ৬ বলে ১০ রান করেন অক্ষর প্যাটেল। আর ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ফলে মোট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ভারতীয় রোহিত বাহিনী।
ইংল্যান্ডের হয়ে তিন ওভারে ৩৭ রানে তিন উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।
পরে ভারতের ১৭১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ভালোই শুরু করেছিল। তবে অধিনায়ক জস বাটলার ১৫ বলে ২৩ রান করে আউট হওয়ার পর, খেই হারিয়ে ফেলে ইংল্যান্ডের ব্যাটার বাহিনী। বাটলার আউট হওয়ার পর, অল্পক্ষণের মধ্যেই আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড।
মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারানোর পর, বাটলারের ইংল্যান্ড বাহিনী আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলটির হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন হ্যারি ব্রুক। এ ছাড়া আর্চার ১৫ বলে ২১ রান করেছেন। আর বাকি ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। ফলে ২০ ওভার খেলতে পারেনি ইংল্যান্ডের বাটলার বাহিনী। ১৬.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তোলে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে পরে ব্যাটিং করা দলের এটা হলো দ্বিতীয় সর্বনিম্ন রান।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন কুলদ্বীপ যাদব ও অক্ষর প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৭১/৭ (রোহিত ৫৭, কোহলি ৯, পন্ত ৪, সূর্যকুমার ৪৭, পান্ডিয়া ২৩, জাদেজা ১৭*, দুবে ০, অক্ষর ১০, অর্শদীপ ১*; টপলি ১/২৫, আর্চার ১/৩৩, কারেন ১/২৫, রশিদ ১/২৫, জর্ডান ৩/৩৭, লিভিংস্টোন ০/২৪)।
ইংল্যান্ড: ১৬.৪ ওভারে ১০৩ (সল্ট ৫, বাটলার ২৩, মঈন ৮, বেয়ারস্টো ০, ব্রুক ২৫, কারেন ২, লিভিংস্টোন ১১, জর্ডান ১, আর্চার ২১, রশিদ ২, টপলি ৩* ; অর্শদীপ ০/১৭, বুমরা ২/১২, অক্ষর ৩/২৩, কুলদীপ ৩/১৯, জাদেজা ০/১৬, পান্ডিয়া ০/১৪)।
ফলাফল: ভারত ৬৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অক্ষর প্যাটেল।
উল্লেখ্য, ২০২২ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে অ্যাডিলেডে শোচনীয়ভাবে হারিয়েছিল ইংল্যান্ড। ভারতের দেওয়া ১৬৯ রানের টার্গেট ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জস বাটলার ও অ্যালেক্স হেলস গুঁড়িয়ে দিয়েছিলেন। সেই লজ্জাকর হারের টি-টোয়েন্টি সেমিফাইনালের দুই বছর পর, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের স্পিন-সহায়ক উইকেটে গতকাল গায়ানায় ইংল্যান্ডকে সেমিফাইনালে ৬৮ রানে হারিয়ে অ্যাডিলেডে পরাজয়ের মধুর প্রতিশোধ নিলো ভারত।
ফলে বিশ্বকাপের সেমিফাইনালে রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রানে জিতে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেছে ভারত। আগামীকাল ২৯ জুন ২০২৪ রোজ শনিবার, বার্বাডোজের ব্রিজটাউনে ফাইনালে লড়বে ভারতীয় রোহিত বাহিনী। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুই দলই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। ফলে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো দুই অপরাজিত চ্যাম্পিয়ন দল চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে আগামীকাল শনিবার। এখন দেখা যাক, কে হারে-কে জেতে, এবার ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শেষ লড়াইয়ে। সূত্র: অনলাইন নিউজ।