আর্জেন্টিনার বছরের শুরুটা তেমন ভালো না গেলেও । অলিম্পিক বাছাইয়ের প্রথম দুই ম্যাচে জয়হীন ছিল আলবিসেলেস্তারা। কোনো মতে তারা ম্যাচ ড্র করেছে । তবে এরপরই নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন যুবারা।
প্রথম দু্ই ম্যাচে ড্র করার পর অলিম্পিক বাছাইয়ে পরের দুই ম্যাচে টানা দুই জয়। এর মধ্যে শেষ ম্যাচে চিলিকে ৫-০ গোলে উড়িয়ে এক ম্যাচ বাকি থাকতেই অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে উঠে গেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল।
অলিম্পিক বাছাইয়ের এই পর্বে উঠেছে মোট চার দল। আর্জেন্টিনার আগেই এই পর্বে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে ব্রাজিল ও প্যারাগুয়ে।
২০২৪ সালের অলিম্পিকের মূল আসরে জায়গা করে নিতে চার দলের প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। এর মধ্যে যে দুই দল টেবিলের শীর্ষে থাকবে তারা যাবে মূল পর্বে।
গতকাল রাতে চিলির বিপক্ষে জোড়া গোল করেছেন থিয়াগো আলমাদা। সান্তিয়াগো কাসট্রো, অ্যারন কুইরস ও লুসিয়ানা গোনডো করেছেন একটি করে গোল। গোল পাননি নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরি। তবে পুরো খেলা জুড়েই পায়ের জাদু দেখিয়েছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা আর্জেন্টাইন যুবদলের এই মিডফিল্ডার।