ঘরে মা ও দুই মেয়ের লাশ, বাইরে গুরুতর আহত বাবা

Spread the love

বাঙালিনিউজ অনলাইনডেস্ক
আজ ০২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ৯টার দিকে, নীলফামারীতে একই পরিবারে নিজ বাড়িতে ঘরের মধ্যে মা ও দুই মেয়ের লাশ পাওয়া গেছে। একইসঙ্গে বাড়ির উঠান থেকে গলাকাটা অবস্থায় গুরুতর আহত বাবাকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, নীলফামারী জেলার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দাড়োয়ানী বন্দর বাজার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
গলাকাটা অবস্থায় গুরুতর আহত ওই ব্যক্তির নাম আশিকুল হক মোল্লা (৪৫)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা সহ মৃত তিনজন হলেন—আশিকুলের স্ত্রী তহুরা বেগম (৩৫), মেয়ে আয়েশা আক্তার (৮) ও জারিন (৫)।
প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রংপুর ক্রাইম সিন টিমকে জানানো হয়েছে। তারা তদন্ত করার পর লাশ উদ্ধার করা হবে। আহত আশিকুল হক মোল্লা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় জনগণ সূত্রে জানা গেছে, আজ ০২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টার দিকে গলাকাটা অবস্থায় বাড়ির বাইরে এসে ঢলে পড়েন আশিকুল হক। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাড়ির ভেতরের শয়নকক্ষে তহুরা বেগম, আয়েশা আক্তার ও জারিনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। ওই তিনজনকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি। সূত্র: প্রথম আলো।