বাঙালিনিউজ, খেলারডেস্ক
আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি সদ্য সমাপ্ত কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনালে চোট পেয়ে মাঠ থেকে উঠে যেতে বাধ্য হয়েছিলেন। ডাগআউটে বসে তাঁর কাঁন্নার দৃশ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই চোট আরও ক’দিন ভোগাবে লিওনেল মেসিকে।
জানা গিয়েছে, ক্লাব ইন্টার মায়ামির হয়ে দু’টি ম্যাচে খেলতে পারবেন না মেসি। তবে মায়ামির ক্লাবের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে মেসি ক’টি ম্যাচে খেলতে পারবেন না, তা বলা হয়নি।
মেসিকে একাধিক ফাউল করেছেন কলম্বিয়ার ফুটবলারেরা। বিশেষ করে বিপক্ষ খেলোয়াড় সান্তিয়াগো আরিয়াসের বুটের স্টাড তাঁর গোড়ালিতে লাগার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি মেসি। তাই তিনি অঝোরে কেঁদেছেন। তাকে কাঁদতে দেখে একই সঙ্গে ব্যথিত এবং ক্ষিপ্ত হয়েছিল ফুটবলবিশ্বের ভক্ত-সমর্থকরা।
কোপা চললেও আমেরিকার ক্লাব ফুটবল থেমে থাকেনি। চলছিল সমানতালে। মেসিকে ছাড়া বেশ কয়েকটি ম্যাচও খেলেছে মায়ামি। তবে আজ ১৭ জুলাই বুধবার টরন্টো এফসি এবং আগামী ২০ জুলাই শনিবার শিকাগো ফায়ারের বিরুদ্ধে খেলতে পারবেন না মেসি।
কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, “মেসির গোড়ালিতে আরও কিছু পরীক্ষা হবে। তার পরে বোঝা যাবে ওর চোট কতটা গুরুতর।”মায়ামি জানিয়েছে, মেসি ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট লেগেছে।
কোপা জয়ের পরে মেসি ইনস্টাগ্রামে লম্বা একটি বার্তা দিয়েছেন। লিখেছেন, “সবার বার্তা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ঈশ্বরের আশীর্বাদে আমি ঠিকই আছি। আশা করি দ্রুত মাঠে ফিরতে পারব।”
২৩টি ম্যাচে ১৪টি জয় এবং পাঁচটি ম্যাচে ড্র করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সূত্র: অনলাইন নিউজ।