কোপা আমেরিকা ২০২৪: টাইব্রেকারে জিতে তৃতীয় উরুগুয়ে

Spread the love

বাঙালিনিউজ, খেলারডেস্ক

আজ ১৪ জুলাই ২০২৪, রোজ রবিবার ভোরে কোপা আমেরিকা ২০২৪ এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে কানাডাকে হারিয়ে জয়লাভ করেছে উরুগুয়ে।

টাইব্রেকারে ভাগ্য পরীক্ষার এই লড়াইয়ে কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিস পেনাল্টি মিস করলেও উরুগুয়ে সবগুলো শটই জালে জড়িয়েছে। আর কানাডার বিপক্ষে উরুগুয়ে জিতেছে ৪-৩ গোলে। এ জয়ে তৃতীয় হয়েই কোপা আমেরিকা অভিযান শেষ করল মার্সেলো বিয়েলসার দল উরুগুয়ে।

নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শুরুটা ভালোই ছিল উরুগুয়ের। ম্যাচের ৮ মিনিটেই রদ্রিগো বেনতাঙ্কুরের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। শুরুতে পিছিয়ে গেলেও ম্যাচে ফিরতে মরিয়া ছিল কানাডা।

বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরিতে উরুগুয়ের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে তারা। হারানোর তেমন কিছু না থাকায় দুই দলই এদিন আক্রমণাত্মক খেলার চেষ্টার করেছে এবং সুযোগ তৈরি করেছে। এর মধ্যে ম্যাচের ২২ মিনিটে ইসমাইল কোনের অসাধারণ এক গোলে ম্যাচে ১-১ গোলে সমতা ফিরিয়ে আনে কানাডা।

এরপর আক্রমণ আর প্রতি-আক্রমণে দুই দলই চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। ম্যাচের ৮০ মিনিটের আগ পর্যন্ত অবশ্য গোল পায়নি কোনো দলই। ফলে উভয় দল সমতায় থাকে। কিন্তু ম্যাচের ৮০ মিনিটে জোনাথন ডেভিডের গোল ২-১ গোলে এগিয়ে নেয় কানাডাকে। ফলে ইতিহাস গড়ার স্বপ্ন দেখে কানাডা।

কানাডার ইতিহাস গড়ার সেই স্বপ্ন ব্যর্থ করে দেন উরুগুয়ের স্যুয়ারেজ। ম্যাচের  শেষ বাঁশি বাজার আগে উরুগুয়ের ইতিহাসের সেরা ফুটবলারদের একজন লুইস সুয়ারেজ যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জোসে মারিয়া হিমেনেজের দেওয়া পাসে বল কানাডার জালে জড়িয়ে দেন।

৯২ মিনিটে হোস মারিয়া গ্রিমেনেজের ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে এটি সুয়ারেজের ৬৯তম গোল। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা উরুগুয়েকে ম্যাচে ২-২ গোলে সমতায় আনলেন স্যুয়ারেজ। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে উরুগুয়ে।

ভীষণ প্রয়োজনের সময় ত্রাতা হয়ে এলেন লুইস সুয়ারেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে উরুগুয়েকে ফেরালেন সমতায়। ম‍্যাচ নিয়ে গেলেন টাইব্রেকারে। সেখানে সের্হিও রোচেতের নৈপুণ‍্যে শেষ হাসি হাসল দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। রোমাঞ্চকর ম‍্যাচে কানাডাকে হারিয়ে তৃতীয় হলো মার্সেলো বিয়েলসার দল। সূত্র: অনলাইন নিউজ।