বাঙালিনিউজ, বিনোদনডেস্ক
যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ ১৫ জুলাই ২০২৪, রোজ সোমবার সকালে, কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনালে মুখোমুখি হয় দুই ল্যাটিন ফুটবলপ্রেমী দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলায় কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
এর আগে টিকেটবিহীন দর্শকদের বিশৃঙ্খলায় দুই দফা পেছানোর পর বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় ফাইনাল শুরু হয়। অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
এই ফুটবল যুদ্ধের পাশাপাশি, আনন্দ বিনোদনের ব্যবস্থাও করা হয়েছিল। আর এই বিনোদনের মূল আকর্ষণ ছিল মাঝবিরতিতে কলম্বিয়ার বিখ্যাত গায়িকা শাকিরার পারফরম্যান্স। পপ তারকা শাকিরার পারফরম্যান্সে জন্য মাঝখানের বিরতি ১৫ থেকে বাড়িয়ে করা হয় ২৫ মিনিট। ৫ মিনিটের বেশি সময় ধরে নিজের কয়েকটি গানে নেচেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আসরের ফাইনালের মাঝবিরতিতে জমকালো আয়োজন হরহামেশাই দেখা যায়। দেশটির জাতীয় ফুটবল লিগের (এনএফএল) চ্যাম্পিয়নশিপ ম্যাচ হিসেবে পরিচিত সুপার বোলে তো এ ধরনের আয়োজন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হলো শাকিরাকে দিয়ে।
ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক পুরোনো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গানটি ছিল শাকিরার গাওয়া। সেবার স্টেডিয়ামে তার পারফরম্যান্সের কথা আজও মনে রেখেছেন অনেক দর্শক।
এবারও কোপার ফাইনালে মনে রাখার মতোই পারফরম্যান্স করেছেন শাকিরা। যদিও তার দেশ এই কোপা আমেরিকার ফাইনালে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে গেছে।
আজ ‘হিপস ডোন্ট লাই, ‘ওয়াকা ওয়াকা’সহ জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান শাকিরা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের নেচে-গেয়ে বড় অংকের টাকা নিয়েছেন শাকিরা। কোপা ফাইনালে মাত্র ৫ মিনিটের মতো পারর্ফম করে দুই মিলিয়ন মার্কিন ডলার সম্মানী নিয়েছেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা। তথ্যসূত্র: রয়টার্স, ফক্স স্পোর্টস।