বাঙালিনিউজ, জাতীয়ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন তালিকা প্রকাশ করে প্রতিবছর। এ বছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের পর ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ ২০২৫’ শীর্ষক একটি তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহর কোনগুলো, সেটির তালিকা প্রকাশ করা হয়েছে। ইউরোপ ও এশিয়ার শহরগুলো আছে তালিকায়।
২০২৫ সালের র্যাঙ্কিংয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় এবারও শীর্ষস্থানে যুক্তরাজ্যের লন্ডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে জাপানের টোকিও ও দক্ষিণ কোরিয়ার সিউল। ১০০ স্কোরের মধ্য লন্ডন ১০০ পেয়েছে। টোকিও ৯৯ দশমিক ২ এবং সিউলের স্কোর ৯৭ দশমিক ৮। এরপর সেরা দশে আছে যথাক্রমে জার্মানির মিউনিখ (স্কোর ৯৭.৭), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (৯৭.১), অস্ট্রেলিয়ার সিডনি (৯৫.৪), ফ্রান্সের প্যারিস (৯৪.৬), সুইজারল্যান্ডের জুরিখ (৯৪.৫), জার্মানির বার্লিন (৯৪.৪) ও কানাডার মন্ট্রিল (৯২.১)।
গতকাল ১৮ জুন ২০২৪ রোজ মঙ্গলবার ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস-২০২৫’ র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় এবারও নিচের দিকে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। ১৫০টি বিশ্বসেরা শহরের তালিকায় উচ্চশিক্ষার শ্রেণিতে ঢাকার অবস্থান ১৪১তম। গত বছর ১৬০টি বিশ্বসেরা শহরের তালিকায় ঢাকা ছিল ১৪৯তম স্থানে। শীর্ষে থাকা লন্ডন চার বছর ধরে একই অবস্থান ধরে রেখেছে। এবারের র্যাঙ্কিংয়ে ওভারঅল স্কোরে ৪০০ বছরের পুরোনো শহর ঢাকার স্কোর ৪৭ দশমিক ৭, যা গতবার ছিল ৪৪ দশমিক ১।
২০১৯ সাল থেকে শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। তবে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালের র্যাঙ্কিং প্রকাশ করেনি কিউএস। ছয়টি মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র্যাঙ্কিং প্রকাশ করে। এগুলো হলো ইউনিভার্সিটি র্যাঙ্কিংস; স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, এমপ্লয়ার অ্যাকটিভিটি, এফোর্ডেবিলিটি ও স্টুডেন্ট ভয়েস। সূত্র: প্রথম আলো।