বাঙালিনিউজ, খেলারডেস্ক
আজ ২৭ জুন ২০২৪ রোজ বৃহস্পতিবার, ত্রিনিদাদে টু-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম কোনো ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে, এবারই প্রথম সেমিফাইনালে ওঠা স্বপ্নচারী আফগানিস্তানকে শোচনীয়ভাবে পরাজিত করে ফাইনালে চলে গেলো দক্ষিণ আফ্রিকা। ফলে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠলেও, আফগানিস্তানের স্বপ্ন ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার তাণ্ডবে।
বৈশ্বিক টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল ম্যাচে টস জিতে জয়ের আশায় আজ ব্যাট ধরেছিল আফগানিস্তান। কিন্তু শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে আফগানিস্তান। ফলে লড়াইয়ের শুরুতেই ব্যাকফুটে চলে যায় তারা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে পুরোপুরি খেই হারিয়ে ফেলে আফগান ব্যাটিং লাইনআপ। মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা এবং তাবরিজ শামসির তোপের মুখে পড়ে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
আফগানিস্তানের ব্যাটাররা মোটেও দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে। আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ ১০ রান করেন। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। গ্রুপ পর্ব নিউজিল্যান্ড এবং সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে ইমেজ তৈরি করেছিলেন আফগান খেলোয়াড়রা, সেমিফাইনালে তার ছিটেফোটাও দেখাতে পারেনি। ত্রিনিদাদের উইকেট কেমন আচরণ করতে পারে সেটাও হয়তো ভালোভাবে বুঝে উঠতে পারেনি তারা। যে কারণে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান।
আফগানিস্তানের হয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে মার্কো ইয়ানসেনকে উইকেট দিয়ে আসেন রহমানুল্লাহ গুরবাজ। রিজা হেন্ডরিক্সের হাতে ক্যাচ দেন কোনো রান না করেই। এরপর গুলবাদিন নাইব (৯), ইবরাহিম জাদরান (২), মোহাম্মদ নবি (০)- একে একে আউট হতে থাকেন। নানগেয়ালিয়া খারোত ৭ বলে করেন ২ রান। আজমত উল্লাহ ওমরজাই ১০, করিম জানাত ১৩ বলে ৮ রান করে আউট হন। রশিদ খান ৮ বলে ২ বাউন্ডারিতে ৮ রান করে নরকিয়ার বলে বোল্ড হয়ে যান। নুর আহমদ আউট হন কোনো রান না করেই। সর্বশেষ নাভিন-উল হক এলবিডব্লিউ আউট হতেই শেষ হয়ে যায় সেমিফাইনালে আফগানদের ব্যাটিং দৌড়।
জবাবে ব্যাট করতে নেমে ৫ রানের মাথায় কুইন্টন ডি কক আউট হলেও, তাতে কোনো সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। এইডেন মার্করাম এবং রিজা হেন্ড্রিকসের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো তুলে দেয় বিশ্বকাপের ফাইনালে। নিজেদের ৮ম সেমিফাইনাল ম্যাচে এসে এমন সাফল্য পেল প্রোটিয়ারা। ব্যাট হাতে ৮.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা। ফলে যে কোনো বিশ্বকাপে এবারই প্রথম ফাইনালে উঠতে পারলো দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১১.৫ ওভারে ৫৬ (আজমতউল্লাহ ১০, গুলবদিন ৯, রশিদ ৮, করিম ৮, ইব্রাহিম ২, খারোতে ২, নবী ০, গুরবাজ ০; ইয়ানসেন ৩/১৬, শামসি ৩/৬, নর্কিয়া ২/৭, রাবাদা ২/১৪, মহারাজ ০/৬)।
দক্ষিণ আফ্রিকা: ৮.৫ ওভারে ৬০/১ (হেনড্রিকস ২৯*, মার্করাম ২৩*, ডি কক ৫; ফারুকি ১/১১, রশিদ ০/৮, নাভিন ০/১৫, ওমরজাই ০/১৮, গুলবদিন ০/৮)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা)। সূত্র: অনলাইন নিউজ।