আজ অনন্ত-রাধিকা’র বিয়ে

Spread the love

অতিথি সেবায় ১০০ বিমান প্রস্তুত

বাঙালিনিউজ, বিনোদনডেস্ক

আজ ১২ জুলাই ২০২৪, রোজ শুক্রবার, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট-এর বিয়ে। ইতোমধ্যে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দুটি প্রাকবিবাহ অনুষ্ঠান শেষ হয়েছ। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সব অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাকবিবাহ অনুষ্ঠান মাতিয়েছিলেন জাস্টিন বিবার, শাহরুখ খান, সালমান খান, রণবীর সিং, হৃতিক রোশন, হার্দিক ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব প্রমুখ।

প্রায় এক বছর ধরে প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। এবার আনুষ্ঠানিক বিয়ের পালা। আর ইতিমধ্যেই মুম্বাইয়ে শুরু হয়ে গিয়েছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠানমালা।

আজ ১২ জুলাই ২০২৪ রোজ শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে তাদের বিয়ের আসর। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা।  তিন দিন ধরে চলবে এ বিয়ের উৎসব। শুভবিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে আজ। আগামীকাল ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ। আর পরদিন ১৪ জুলাই আনন্দ-উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকছেন।

বিয়েতে বর-কনেকে আশীর্বাদের জন্য হাজির থাকছেন প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিলডট, প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, আইওসি ভাইস প্রেসিডেন্ট জুয়ান আন্তোনিও সামারাঞ্চ, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো।

এ ছাড়া গ্রুপের চেয়ারম্যান মার্ক টাকার, আরামকো সিইও আমিন নাসির, মর্গান স্ট্যানলি এমডি মাইকেল গ্রিমস, অ্যাডোব সিইও সান্তনু নারায়ণ, স্যামসাং ইলেকট্রনিকস চেয়ারম্যান জে লি, এরিকসন সিইও বোর্জে এখোলম, এইচপি প্রেসিডেন্ট এনরিক লোরস, নোকিয়া প্রেসিডেন্ট টমি উইত্তোর মতো আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বরা।

 

এদিকে ভারতীয় অতিথি তালিকার শীর্ষে রয়েছেন সব কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতিরা এবং সাংস্কৃতিক অঙ্গনের সেলিব্রেটিরা।

আজ ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী শুরু হচ্ছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সর্বশেষ তথা মূল আনুষ্ঠানিকতা। আম্বানির তিন ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে ছোট অনন্ত। সেদিক থেকে বাড়ির শেষ বিয়ে, তাই কোনো খামতি রাখতে চাইছেন না মুকেশ ও নীতা আম্বানি। দুটি প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান সেরে এবার বিয়ের পালা। আজ অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান।

 

অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে ৩ জুলাই থেকে সেজে উঠেছে মুকেশ আম্বানির বাড়ি। দক্ষিণ মুম্বাইয়ের অল্টমাউন্ড রোডের বাড়ি ‘অ্যান্টিলিয়া’। ৪ লাখ বর্গফুটের বাড়িটি ২৭ তলা, উচ্চতা ৫৭০ ফুট। এখন সেই বাড়ির সামনেই তারকাদের ভিড়।

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির থাকছেন দেশ-বিদেশের নামিদামি তারকা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এমপি মন্ত্রী সহ স্বনামধন্য ব্যক্তিরা। বিয়েতে হাজির হচ্ছেন দেশ বিদেশের বহু সেলিব্রেটি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ার থেকে শুরু করে দেশ-বিদেশের নামিদামি ব্যক্তিত্বরা হাজির থাকছেন আম্বানিদের মেগাবাজেট বিয়ের লাল গালিচায়।

এই ‘মহাবিবাহ’অনুষ্ঠানে হাজির থাকবেন দেশ-বিদেশের নামী তারকা ও রাজনৈতিক ব্যক্তিরা। বিয়েতে কেবল তারকাদের আসা-যাওয়া বাবদ ১০০ বিমান চলাচল করবে।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন-আম্বানি জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চার্টার্ড বিমান। শোনা যাচ্ছে, প্রতি ঘণ্টায় এসব বিমানের ভাড়া ৭ লাখ ২০ হাজার রুপি। ফলে তারকা অতিথিদের যাতয়াতের পেছনে একটা বিরাট অংকের টাকা ব্যয় হচ্ছে।

এয়ার চার্টার সংস্থার সিইও রাজন মেহরা জানিয়েছেন, বিয়ের আসরে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য আম্বানি পরিবার তাঁর কোম্পানি থেকে তিনটি ফ্যালকন-২০০০ বিমান ভাড়া করেছে। তিনি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অতিথিরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং প্রতিটি বিমান সারা দেশে একাধিকবার যাতায়াত করবে। তবে শুধু তিনটি জেট-ই নয়, আরও ১০০টি বিমান আগামী তিন দিন অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

ইতিমধ্যেই মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্র থেকে এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আজ মুম্বাইয়ে পা রাখবেন কিম কার্ডাশিয়ান। সূত্র: অনলাইন নিউজ।