বাঙালিনিউজ, বিনোদনডেস্ক
গত ০৫ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতার বাংলা সিনেমা ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। দুলাল দে পরিচালিত এই সিনেমায় দেবযানী চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। এটি কলকাতায় মিথিলার মুক্তিপ্রাপ্তু তৃতীয় সিনেমা।
অরণ্যর প্রাচীন প্রবাদ মুক্তির পর, সিনেমাটির সঙ্গে মিথিলার অভিনয়েরও প্রশংসা করেছেন সমালোচকেরা।‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এ মিথিলার অভিনয়ের প্রশংসা করে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘ছবিতে অভিনেতারা চরিত্র অনুযায়ী ভালো কাজ করার চেষ্টা করেছেন। দেবযানীর চরিত্রে মিথিলা এবং অরণ্যর সহকারীর চরিত্রে সায়ন ঘোষের অভিনয় নজর কাড়ে।’
বাংলাদেশি অভিনেত্রীকে নিয়ে সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, ‘মিথিলা স্বাভাবিক সুন্দরী, তাঁর চড়া মেকআপের প্রয়োজন ছিল না। তবে অভিনয়ে তিনি সাবলীল।’
একইদিন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত বাণিজ্যিক সিনেমা ‘তুফান’। শাকিবের তুফানের তাণ্ডবে মিথিলাদের অরণ্যর প্রাচীন প্রবাদ ছবির গোয়েন্দাগিরির দিকে হয়ত কিছুটা ঝুঁকেছে। কিন্তু ছবির গল্প ও মিথিলার অভিনয় দারুণ প্রসংশিত হয়েছে।
সম্প্রতি সিনেমা মুক্তিসহ নানা বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মিথিলা। এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, সব সময় আলাদা চরিত্রে কাজ করতে চেয়েছি। নতুন সিনেমাতেও তাই করেছি। এখানে মফস্বলের একটি হাসপাতালের নার্স চরিত্রে আমি অভিনয় করেছি।
নতুন সিনেমা প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে? এমন এক প্রশ্নের জবাবে অভিনেত্রী মিথিলা বলেন, ‘কলকাতায় আমার অভিনীত প্রতিটি সিনেমাই দারুণ প্রশংসা পেয়েছে। সেই জায়গা থেকে অরণ্যর প্রাচীন প্রবাদ সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল। মুক্তির পর দর্শকরা যে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাতে মুগ্ধ না হওয়ার কারণ নেই।’
দুই বাংলার আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন। সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন- তা শোনান। সিনেমার ভাবনাটাও বুঝিয়ে বলেন। গল্প-চরিত্র ভালো লেগেছে, এরপর রাজি হই।’
গল্প প্রসঙ্গে বাংলাদেশের এই অভিনেত্রী বলেন, ‘হাসপাতালে একটি খুন হয়। তারপরই এগিয়ে যায় ঘটনা। সত্যি কথা বলতে, গোয়েন্দা গল্প নিয়ে এর বেশি বলা যাবে না, বলতে চাইও না। আমি চাই, দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখুক।’
কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রাপ্তি কতটুকু জানতে চাইলে তিনি বলেন, ‘কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে অনেক ভালো সাড়া পেয়েছি। ভালো প্রশংসাও পেয়েছি। এখানে আমার “মায়া” সিনেমাটি বেশ ভালো চলেছে। “অভাগ “ পুরস্কার জিতেছে। “নীতিশাস্ত্র” বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। এই ইন্ডাস্ট্রিতে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি।’
কলকাতায় মুক্তি অপেক্ষায় আছে মিথিলার ‘মেঘলা’নামের আরো একটি সিনেমা। এতে তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়। মিথিলা বলেন, ‘আমি সব সময় দর্শকদের ভিন্ন কাজ উপহার দিতে চাই। আর সে কারণে আমার কাজের সংখ্যাও অনেক কম।’
কলকাতায় এ পর্যন্ত মোট পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। তবে স্বামী সৃজিতের ‘(সৃজিত মুখার্জি) কোনো সিনেমায় কেন অভিনয় করেননি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রফেশনালি কাজ করি। ওভাবে কখনো ভাবিনি। প্রফেশনাল দিক থেকে পরিচালক সিদ্ধান্ত নেয়, তার সিনেমায় কাকে নেবেন।’
অরণ্যর প্রাচীন প্রবাদ ২০২৪ সালের একটি বাংলা ভাষার ভারতীয় রহস্যধর্মী গোয়েন্দা চলচ্চিত্র। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি পরিচালনা করেছেন দুলাল দে। জেএসএম এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সাকেত সুদান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল, রাফিয়াত রশিদ মিথিলা ও শিলাজিৎ মজুমদার। রহস্য ভরা এ সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা জিতু কমল।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মেঘলা’নামের আরো একটি সিনেমা। এতে নাম ভূমিকায় দেখা যাচ্ছে মিথিলাকে।
গত ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় মিথিলার ‘বাজি’ওয়েব সিরিজ। এতে প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে অভিনয় করে ছিলেন আলোচনায়। তবে সিরিজটি দারুণ প্রশংসা পেয়েছে। এছাড়া বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের দুটি সিনেমা। সূ্ত্র: অনলাইন নিউজ।