সপ্তাহ ঘুরতেই আবারও বাড়ল ডিমের দাম

Spread the love

বাঙালিনিউজ অনলাইনডেস্ক

সপ্তাহ ঘুরতেই ডিমের দাম ডজনে দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।

হঠাৎ করে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।

০২ ফেব্রুয়ারি কারওয়ান বাজারে গেলে সেখানে বাজার করতে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিম্ন মধ্যবিত্ত যারা তারা ডিম ও আলুই বেশি খেয়ে থাকে। ডিমের ও আলুর বাজার অস্থির।’

একই বাজারের এক ডিম বিক্রেতা বলেন, ‘১৪৫ টাকা লাল ডিমের ডজন। আর ১৪১ টাকা সাদা ডিমের ডজন। সামনে রমজান মাস, মুসলিমদের একটি ধর্মীয় বিষয় আছে। দ্রব্যমূল্যটা যদি নিয়ন্ত্রণে থাকে সেটা সাধারণ মানুষের জন্য ভাল।’

এছাড়া শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক হলেও দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকায়। তবে কিছুটা কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

সূত্র: ইনডিপেনডেন্ট বাংলা