জানুয়ারিতে খাদ্য মূল্য কমেছে: এফএও

Spread the love

বাঙালিনিউজ বিশ্বডেস্ক

চলতি বছর ২০২৪ সালের সদ্যবিদায়ী জানুয়ারি মাসে বিশ্বে খাদ্য মূল্য সূচক কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই খবর জানিয়েছে। গত বছর ২০২৩ সালের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে। খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ফাও বলেছে, গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে।

ফাওয়ের খাদ্য মূল্য সূচক বিশ্ব  বাজারে বিভিন্ন খাদ্য পণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে। সে অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট, যা ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম। সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে  গমের রপ্তানী মূল্য কমায় ফাওয়ের সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ  কমেছে। এছাড়া ভূটার দামও কমেছে।

এদিকে গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত বছর ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে। তবে একইসময়ে চিনির মূল্য বেড়েছে বলে ফাও জানিয়েছে। আগের মাসের তুলনায় চলতি বছর জানুয়ারিতে চিনির মূল্য সূচক ০.৮ শতাংশ বেড়েছে। সূত্র: বাসস