বাঙালিনিউজ, ঐতিহ্যডেস্ক
বিশ্বের ঐতিহ্যসমূহ গোটা মানবজাতির সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদ, যা সকল দেশকে সম্মিলিতভাবে সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে চীন সকল দেশ ও অঞ্চলের সঙ্গে সহযোহিতা জোরদার করতে আগ্রহী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল ১১ জুন মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
গত ৮ জুন ছিল চীনের অষ্টম ‘সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস’। লিন চিয়ান বিশ্ব ঐতিহ্য রক্ষাকাজে চীনের সাফল্যের পরিচয় দিয়ে ব্রিফিংয়ে বলেন, বর্তমানে চীনে ৫৭টি বিশ্ব ঐতিহ্য সাইট রয়েছে, সংখ্যার দিক দিয়ে যা বিশ্বে দ্বিতীয়। ১৯৮৫ সালে ‘বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা কনভেনশন’-এ যোগদানের পর থেকে, চীনের বিশ্ব ঐতিহ্য সুরক্ষাকাজে দুর্দান্ত অগ্রগতি অর্জিত হয়েছে।
লিন চিয়ান আরও বলেন, চীন বিশ্ব ঐতিহ্য রক্ষায় নিয়োজিত বৈশ্বিক প্রশাসনে নিয়মিত অংশ নিচ্ছে, বহুবার বিশ্ব ঐতিহ্য কমিটির সদস্য নির্বাচিত হয়েছে, সফলভাবে দুটি বিশ্ব ঐতিহ্য সম্মেলন আয়োজন করেছে এবং বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় সভাপতিত্বও করেছে। চীন সক্রিয়ভাবে বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সাথে, বিশ্ব ঐতিহ্য সুরক্ষার অভিজ্ঞতা ও প্রক্রিয়া ভাগাভাগি করেছে; বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার কাজে ইতিবাচক অবদান রেখে চলেছে। সূত্র: সিআরআই অনলাইন বাংলা।